T20 WC, Ind Vs Pak: আর কয়েক ঘণ্টা পরই ভারত মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের। আইসিসি টি২০ বিশ্বকাপের এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে দুই দেশেই। শনিবারই পাকিস্তান দলের তরফে ইতিমধ্যেই ১২ জনের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু, বিরাট কোহলিরা এখনও প্রথম একাদশের নাম ঘোষণা করেননি। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর সুযোগ পেতে পারেন। আসুন দেখে নিই পাকিস্তানের বিরুদ্ধে ভারত কোন কোন খেলোয়াড়কে মাঠে নামাতে পারে।
বিরাট কোহলি : IPL-এ খুব একটা ভালো ফর্মে ছিলেন না কোহলি। ১৪ ম্যাচে ৪০৫ রান করেন তিনি। যার মধ্যে আছে ৩টি হাফ সেঞ্চুরি।
সূর্যকুমার যাদব : ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার সূর্যকুমার। এবারের IPL-এ ব্যাট হাতে সেভাবে রান পাননি তিনি। তবে যে কোনও মুহূর্তে গেমচেঞ্জারে পরিণত হতে পারেন।
শার্দুল ঠাকুর : বল ও ব্যাট দুটোতেই সমান পারদর্শী শার্দুল। তাই অক্ষর প্যাটেলের জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তিনি ও সুযোগ পেতে পারেন।
ঋষভ পন্থ : উইকেটকিপার ও ব্যাটসম্যান ঋষভ পন্থ এখন ভারতের অন্যতম গেমচেঞ্জার। টেস্ট ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। এদিনের ম্যাচেও নিজেকে প্রমাণের সবরকম চেষ্টা করবেন তিনি।
রোহিত শর্মা : IPL-এ ভালো খেলেছে রোহিত। টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেন তিনি। ব্যাট হাতে করেন ৭০ রান।
কেএল রাহুল : IPL-এ ১৩ ম্যাচে ৬২৬ রান করেছিলেন রাহুল। গোটা টুর্নামেন্টে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এত রান করেন তিনি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে যথাক্রমে ৫১ ও ৩৯ রান করেন তিনি।
রবীন্দ্র জাদেজা : এই মুহূর্তে ভারতের সবথেকে নির্ভরযোগ্য অলরাউন্ডর। তিনি মাঠে থাকলে বল, ব্যাট ও ফিল্ডিং নিয়ে অনেকটা চিন্তা কমে যায় অধিনায়কের।
বুমরাহ : এখন বিশ্বের সবথেকে সেরা পেস বোলার বুমরাহ। ২০১৭ ও ২০১৯ এর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনও উইকেট পাননি বুমরাহ। তবে এদিনের ম্যাচে বল হাতে তিনি চমক দেখাতেই পারেন।
হার্দিক পান্ডিয়া : শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে এক ওভারও বল করেননি হার্দিক। আবার IPL-এও তাঁকে এক ওভারও বল করতে দেখা যায়নি। তবে বিরাট কোহলি সম্প্রতি জানিয়েছেন, হার্দিক পুরোপুরি ফিট।