scorecardresearch
 
Advertisement
খেলা

অস্ট্রেলিয়ায় ফের ইতিহাসের দোরগোড়ায় ভারত, রইল টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার রেকর্ড বুক

1
  • 1/7

১৯৭১ সাল থেকে টেস্ট ক্রিকেটে অন্যরকমের মেজাজ দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম সেবছর বিদেশের মাটিতে গিয়ে অন্য দলকে হারিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেয়েছিল ভারতীয় দল। তখন ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন অজি ওয়াদেকর।

সিডনি টেস্টের ঝলক থেকে ছবি-বর্তমানে

2
  • 2/7

সালটা ১৯৮৬। ফের ১৫ বছর পর বিদেশের মাটিতে জয় পেয়েছিল ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছিল ভারত। তখন ভারতীয় ক্রিকেটে কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার জামানা।

 

সিডনি টেস্টের ঝলক থেকে ছবি-বর্তমানে

3
  • 3/7

এরপর দীর্ঘ বেশ কিছু বছরই ক্রিকেট মাঠে সেভাবে টেস্ট ফরম্যাটে রাজ করতে দেখা যায়নি ভারতীয় দলকে। নিজেদের ঘরের মাঠে বাঘের মতো লড়াই করলেও, বিদেশের মাটিতে টেস্ট ফরম্যাটে সিরিজ জয় হয়নি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট জিততে বেশ চাপে পড়ে যেত ভারতীয় দল। তবে ২০০৪ সালে ফের একবার মোড় নেয় ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় পায় ভারতীয় দল।

 

সিডনি টেস্টের ঝলক থেকে ছবি-বর্তমানে

Advertisement
4
  • 4/7

২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে ফের ১-০ ব্যবধানে সিরিজ জয় করে ভারতীয় দল। ২১ বছর ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। দলে ছিলেন অনিল কুম্বলে, জাহির খানেরা।

 

সিডনি টেস্টের ঝলক থেকে ছবি-বর্তমানে

5
  • 5/7

২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় করেছিল ভারতীয় দল। তখন দলে ছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের রবীচন্দ্রন অশ্বিন সহ মহম্মদ সামিরা। এই সিরিজের পর থেকেই বেশ বদলাতে শুরু করে ভারতীয় দল। টেস্ট ফরম্যাটে বোলিং উইনিটে উন্নতি হয় ভারতের। একে একে মহম্মদ সামি, বুমরা, ভুবনেশ্বরদের হাত ধরে ভারতীয় দল বেশ খানিকটা এগিয়ে গিয়েছে।

 

সিডনি টেস্টের ঝলক থেকে ছবি-বর্তমানে

6
  • 6/7

২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অন্যতম রেকর্ড গড়ে বিরাট কোহলির টেস্ট দল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে ড্র করেছিল ভারত। তবে জয় আসেনি। ২০১৯  সালে সেটাকে জয়ে পরিণত করে ভারতীয় ক্রিকেট দল। নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। একই সঙ্গে ২-১ ব্যবধানে সেই টেস্ট সিরিজে জয় পেয়েছিল ভারত।

 

সিডনি টেস্টের ঝলক থেকে ছবি-বর্তমানে

7
  • 7/7

এবার ফের ভারতীয় দলের সামনে অন্যতম ইতিহাস গড়ার অপেক্ষা। একই সঙ্গে বিরাট কোহলির পর এবার অধিনায়ক অজিঙ্কা রাহানের কাছে একটি বড় সুযোগ বিদেশের মাটিতে ভারতকে সিরিজ জেতানোর। অস্ট্রেলিয়ার মাটিতে গাব্বায় শেষ ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলে পর পর দুই টেস্ট সিরিজে জয় পাবে ভারতীয় দল।

 

সিডনি টেস্টের ঝলক থেকে ছবি-বর্তমানে

Advertisement