চলতি একদিনের সিরিজ়ের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ আজ খেলতে নেমেছে ভারত এবং ইংল্যান্ড। আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। আজ শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন শিখর।
আজ ধাওয়ান ৪৪ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। অন্যদিকে ভারতের ওপেনিং জুটি ৮৪ বলে শতরানের চৌকাঠ স্পর্শ করে। তবে রোহিত আজ ৩৭ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
তবে এই বিধ্বংসী ফর্ম চালিয়ে যান শিখর। তিনি ৫৬ বলে ৬৭ রান করে আদিল রশিদের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান।
নিজের সেরা ফর্মে আজ একেবারে ছিলেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ১০ বলে মাত্র সাতটা রান করেই আউট হয়ে যান। আজ মাত্র ১৪ মিনিট তিনি উইকেটে থাকলেও একটি বাউন্ডারি তিনি হাঁকিয়ে গেছেন।
এরপর শুরু হয় ঋষভ পান্থের ব্যাটিং। শুরুর দিকে কেএল রাহুলের (৭) কিছুটা সঙ্গ তিনি পেলেও মূলত হার্দিকের সঙ্গেই তাঁর পার্টনারশিপ গড়ে ওঠে।
আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্য়ান ঋষভ পান্থ। এই নিয়ে পরপর দুটো ম্যাচে তিনি হাফসেঞ্চুরি করলেন।
তিনি আদিল রশিদের বলে ছক্কা হাঁকিয়ে ৫০ রান পূরণ করেন। এজন্য পান্থকে ৪৪টা বল খেলতে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ের দ্বিতীয় একদিনের ম্যাচেও ঋষভ ৭৭ রান করেছিলেন।
আজকের এই ইনিংসে পান্থ চারটে ছক্কা এবং পাঁচটা বাউন্ডারি হাঁকিয়েছেন। আজ তিনি ৭৮ রানে আউট হয়ে যান। এটাই তাঁর একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।
অবশেষে ভেঙে গেল হার্দিক এবং ঋষভের মধ্যে গড়ে ওঠা ৯৯ রানের পার্টনারশিপ। তবে ঋষভ ফিরে গেলেও দাদা ক্রুনালকে সঙ্গী করে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন হার্দিক।
এরপর ব্যাটিং ধামাকা শুরু করেন ক্রুনাল পান্ডিয়া এবং শার্দূল ঠাকুর। এই দুজনের মধ্যে ৪৫ বলে ৪২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ঠাকুর ৩০ করে ফিরে গেলেন উডের বলে। মারলেন তিনটি ওভার বাউন্ডারি।
ক্রুনাল অবশ্য ভুবনেশ্বর কুমারকে সঙ্গী করে ভারতীয় ক্রিকেট দলের স্কোরবোর্ড সচল রাখলেন। ৩৩ বলে ২৫ করে উডের বলে ফিরে গেলেন ক্রুনাল। জেসন রয় তাঁর যে ক্যাচটা নিলেন, সেটা দেখার মতো ছিল।
আজ ভারত ৪০০ রানের লক্ষ্যমাত্রা মাথায় রেখে ব্যাট করতে নেমেছিল। সেই জায়গায় ইংল্যান্ডের বোলাররা শেষবেলায় ভারতীয় ব্যাটসম্যানদের যেভাবে চাপে ফেললেন, তাতে ৩২৯ রানেই আটকে যেতে হল।
মাত্র আট রানের মধ্যেই শেষ চারটে উইকেট হারাল ভারতীয় ক্রিকেট দল। পুনের এই উইকেটে যেভাবে রানের বন্যা বইছে, তাতে এই ম্যাচ জেতার জন্য ভারতীয় বোলারদেরও যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।