scorecardresearch
 
Advertisement
খেলা

বিরাট কিংবা মাহি নন, ভারতের সবথেকে ধনী এই ক্রিকেটার!

ভারতের সবথেকে ধনী ক্রিকেটার
  • 1/6

অসাধারণ পারফরম্যান্সের দৌলতে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই বিশ্ব আঙিনায় নিজেদের একটা স্বতন্ত্র্য জায়গা করে নিয়েছে। অর্থের দিক থেকেও ভারতীয় ক্রিকেটাররা পিছিয়ে নেই বিশ্বের ধনী ব্যক্তিত্বদের থেকে। ক্রিকেট খেলে জনপ্রিয় হওয়ার পর বেশ কিছু খেলোয়াড় বিজ্ঞাপন থেকেও মোটা অর্থ কামাই করেন। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার সঙ্গে সঙ্গেই খেলোয়াড়দের ভাগ্যের তালা যেন খুলে যায়।

ভারতের সবথেকে ধনী ক্রিকেটার
  • 2/6

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এমন দুটো নাম যাঁদের ব্যাঙ্ক ব্যালেন্স যে কত রয়েছে, সেটা গুনে শেষ করা যাবে না। এই দুই ক্রিকেটারই প্রতি বছর কোটি কোটি টাকা অর্থ উপার্জন করেন। কিন্তু, এমনও একজন ক্রিকেটার আমাদের দেশেই রয়েছেন, যিনি হয়ত অতটাও জনপ্রিয় নন, কিন্তু অর্থের দিক থেকে বিরাট কিংবা ধোনির চেয়ে কয়েক মাইল এগিয়ে রয়েছেন।

ভারতের সবথেকে ধনী ক্রিকেটার
  • 3/6

আপনি শুনে হয়ত কিছুটা অবাকই হবেন যে এই ক্রিকেটার কাছে না আছে খুব একটা বেশি ক্রিকেটের অভিজ্ঞতা, আর বয়সও খুব একটা বেশি নয়। আমরা কথা বলছি দেশের স্বনামধন্য ব্যবসায়ী কুমার মঙ্গলম বিড়লার (Kumar Mangalam Birla) ছেলে আর্যমান বিড়লার (Aryaman Birla) ব্যাপারে।

Advertisement
ভারতের সবথেকে ধনী ক্রিকেটার
  • 4/6

আর্যমানই হল সেই ক্রিকেটার যিনি ২০১৮ সালে আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। আর্যমানের পরিবারের হাতেই আদিত্য বিড়লা গোষ্ঠীর মালিকানার স্বত্ত্ব রয়েছে।

ভারতের সবথেকে ধনী ক্রিকেটার
  • 5/6

আর্যমানের বাবা কুমার মঙ্গলম বিড়লার কাছে আনুমানিক ৭০ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। আর্যমানের সম্পত্তির পরিমাণও নেহাতই কম নয়। ছোটোবেলা থেকেই আর্যমানের ক্রিকেট খেলার শখ রয়েছে। নিজের শখ পূরণ করার জন্য তিনি ক্রিকেট খেলতে শুরু করেন। খুব অল্প বয়স থেকেই তিনি ক্রিকেটের অনুশীলন করতে শুরু করেন।

ভারতের সবথেকে ধনী ক্রিকেটার
  • 6/6

রনজি ট্রফিতে আর্যমান মধ্যপ্রদেশের হয়ে খেলেছিলেন। আপাতত কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এমনও শোনা যাচ্ছে যে শারীরিক অসুস্থতার কারণে আর্যমান নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছেন। আপাতত তিনি শরীরচর্চার উপরেই মননিবেশ করেছেন।

Advertisement