scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

পাকিস্তানের সঙ্গে ভারতই জিতবে, সকাল থেকেই উৎসবে মাতলো শিলিগুড়ি

আগাম উৎসব শিলিগুড়িতে
  • 1/10

ভারত-পাকিস্তান দু বছরের বেশি সময় পর মুখোমুখি হচ্ছে ক্রিকেট ময়দানে। চারিদিকে শুরু হয়েছে ম্যাচ ঘিরে তুমুল উত্তেজনা।

আগাম উৎসব শিলিগুড়িতে
  • 2/10

টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রবিবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারা চড়ছে চরচরিয়ে।

আগাম উৎসব শিলিগুড়িতে
  • 3/10

ভারতীয় দল ফেভারিট তা গোটা বিশ্ব জানে। ধারে-ভারে-রেকর্ডে যোজন এগিয়ে ভারতীয় দল। তবু খেলা শেষ হওয়ার আগে কিছু বলা যায় না।

Advertisement
আগাম উৎসব শিলিগুড়িতে
  • 4/10

বিশেষ করে টি২০ এমন একটা ফরম্যাট, যেখানে যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে যেতে পারে। তাই কেউ ম্যাচের ভবিষ্যদ্বাণী করতে সাহস পাননা।

আগাম উৎসব শিলিগুড়িতে
  • 5/10

কিন্তু সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল শিলিগুড়িতে। শিলিগুড়ির ক্রিকেটপ্রমীরা ভারতের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। ভারতই জিতবে যেন তাঁদের জানা।

আগাম উৎসব শিলিগুড়িতে
  • 6/10

তাই সকাল থেকেই ব্যানার, পতাকা নিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছেন তাঁরা। তাঁদের দাবি, ভারত তো জিতবেই। সুতরাং আগে থেকে উৎসব করতে কোনও দ্বিধা নেই।

আগাম উৎসব শিলিগুড়িতে
  • 7/10

খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে সাতটায়। সেই অনুযায়ী রাত ১০ টার আগে খেলার বিজয়ীর ফল মিলবে না। তাতে কী ! তাতে থোড়াই কেয়ার তাঁদের।

Advertisement
আগাম উৎসব শিলিগুড়িতে
  • 8/10

শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে কাঞ্চজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে ভারতের পতাকা টাঙিয়ে মিস্টিমুখ শুরু হয়েছে।

আগাম উৎসব শিলিগুড়িতে
  • 9/10

ম্যাচের পর আগাম দেওয়ালি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মনোজ ভার্মা। এদিন থেকেই শুরু হবে দিওয়ালি উৎসব বলে জানান তাঁরা।

আগাম উৎসব শিলিগুড়িতে
  • 10/10

কিন্তু ম্যাচের আগে থেকে কীভাবে এত আত্মবিশ্বাসী তাঁরা ! মনোজবাবু জানালেন, দুদলের যা ক্ষমতা, তাতে কোনওভাবেই পাকিস্তান ভারতের ধারে কাছে আসতে পারবে না। ফলে জয় সময়ের অপেক্ষা।

Advertisement