scorecardresearch
 
Advertisement
খেলা

IPL-এ CSK : ধোনি নন, এই ক্রিকেটারই চেন্নাই সুপার কিংয়ের হয়ে করেছেন সবথেকে বেশি রান!

চেন্নাই সুপার কিংস
  • 1/6

আরও একবার যুদ্ধের মুখে ধোনির অভিজ্ঞতা। আগামী ১০ এপ্রিল অর্থাৎ আইপিএল-এর দ্বিতীয় দিন চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ে আয়োজিত এই ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস এবং দলের ক্রিকেটারদের সম্পর্কে আসুন কিছু কথা জেনে নেওয়া যাক। বলা হয়, যদি চাঁদে গিয়েও চেন্নাই সুপার কিংস কোনও ম্যাচ খেলে, তাহলেও সেখানেও দলের কোনও না কোনও সমর্থককে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ আইপিএল টুর্নামেন্টের সবথেকে জনপ্রিয় দল হল চেন্নাই সুপার কিংস...

চেন্নাই সুপার কিংস
  • 2/6

এই দলটা রেকর্ড গড়ে আটবার আইপিএল ফাইনাল খেলেছে। এরমধ্যে তিনবার তারা সাফল্যও পেয়েছে। মুম্বইয়ের পর চেন্নাই সবথেকে বেশিবার আইপিএল খেতাব জয় করেছে। দলের কঠিন সময়ে অভিজ্ঞ ক্রিকেটাররাই বৈতরণী পার করতে সাহায্য করতে সাহায্য করেছে। ফাফ ডু'প্লেসি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, ডোয়েন ব্রাভো, ইমরান তাহিরের মতো ক্রিকেটাররা হয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন, নয়ত কেরিয়ারে সময় খুব কম রয়েছে।

চেন্নাই সুপার কিংস
  • 3/6

মিস্টার আইপিএল নামে পরিচিত সুরেশ রায়নাকে চিন্না থালা নামেও অনেকে চেনেন। ১৯৩টি ম্যাচে চিনি ৫,৩৬৮ রান করেছেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ খেলতে গেলেও ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিলেন। তিনি ৬,০০০ রান করতে আর ৬৩২ রান দূরে রয়েছে। তাঁর আগে রয়েছেন বিরাট কোহলি (১৯২ ম্যাচে ৫,৮৭৮ রান)। চেন্নাইয়ের হয়ে রায়নাই এখনও পর্যন্ত সবথেকে বেশি রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (১৭৪ ম্যাচে ৪,০৫৮ রান, গড় ৪২.৭১)।

Advertisement
চেন্নাই সুপার কিংস
  • 4/6

আইপিএল টুর্নামেন্টে ২০০ ম্যাচ খেলা থেকে মাত্র সাত ম্যাচ দূরে রয়েছেন রায়না। এখনও পর্যন্ত ধোনি (২০৪) এবং রোহিত শর্মা (২০০) এই কৃতিত্ব হাসিল করেছেন। আইপিএল টুর্নামেন্টে রায়না ১৯৪টি ছক্কা হাঁকিয়েছেন। ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকাতে তিনি মাত্র ৬ কদম দূরে রয়েছেন। অন্যদিকে ডোয়েন ব্রাভো ৯৫ ম্যাচে ২৩.৫০ বোলিং গড়ে সবথেকে বেশি ১১০ উইকেট শিকার করেছেন।

চেন্নাই সুপার কিংস
  • 5/6

ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস ১৭৪টা ম্যাচের মধ্যে ১০৫টা ম্যাচে জয়লাভ করেছে। ৬৮টা ম্যাচে তাঁদের হারতে হয়েছে। আইপিএল ইতিহাসে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ম্যাচ জয় করেছেন ধোনিই। উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনি ১২৩বার আউট করেছেন। তারমধ্যে ৯১টি ক্যাচ এবং ৩২টি স্টাম্পিং রয়েছে। চেন্নাই সুপার কিংসের জয়ের শতকরা হার হল ৫৯.৮৩ শতাংশ। এরমধ্যে ১৭৯টি ম্যাচে জয় রয়েছে। ১০৬টি ম্যাচে পরাজয়। ৭১টি ম্যাচে কোনও ফলাফল আসেনি। একটা ম্যাচ টাই হয়েছিল।

চেন্নাই সুপার কিংস
  • 6/6

আসন্ন আইপিএল ২০২১-এ সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হলেন ইমরান তাহির। তাঁর বর্তমান বয়স ৪২ বছর ৫ দিন। পাকিস্তান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ২০১৯ সালে পার্পল ক্যাপ জয় করেছিলেন। কিন্তু, ২০২০ সালে তিনি খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত তিনি ৫৮টি ম্যাচে ৮-টি উইকেট শিকার করেছেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাহির দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। এরপর ধোনির দলে তিনি অংশগ্রহণ করেন।

Advertisement