scorecardresearch
 
Advertisement
খেলা

IPL : "আমি বুড়ো হয়ে গেছি", এমনই 'ঐতিহাসিক' জবাব ধোনির!

মহেন্দ্র সিং ধোনি
  • 1/7

সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। বছরের পর বছর ধরে এই কিংবদন্তি অধিনায়ক ভারতীয় ক্রিকেট দলের হয়ে বহু রেকর্ড ভেঙেছেন। চেন্নাই সুপার কিংসের হয়েও তিনি নেহাতই কম রেকর্ড গড়েননি!

মহেন্দ্র সিং ধোনি
  • 2/7

শুক্রবার, অর্থাৎ গতকাল রাতে সবথেকে এই পৃথিবীতে সুখী মানুষ বোধহয় ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কারণ তাঁর দল চেন্নাই সুপার কিংস চলতি আইপিএল টুর্নামেন্টে প্রথম ম্যাচটা জিতে ফেলেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে তারা ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। 

মহেন্দ্র সিং ধোনি
  • 3/7

চেন্নাই সুপার কিংস দলের হয়ে এটা ধোনির ২০০তম ম্যাচ ছিল। হ্যাঁ, টি-২০ ক্রিকেটে ২০০বার এই হলুদ জার্সিতে মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং এমন একটা স্মরণীয় মাইলফলকে জয় ছাড়া সেরা উপহার আর কীই বা হতে পারে। এই ম্যাচের পর মাহি জানালেন চেন্নাই সুপার কিংসের হয়ে এই ২০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর কাছে ঠিক কেমন ছিল। শুরুতেই খানিকটা হাসির ছলে ধোনি বললেন, "আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে আমি অনেকটাই বুড়ো হয়ে গেছি।"

Advertisement
মহেন্দ্র সিং ধোনি
  • 4/7

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন যে চেন্নাই সুপার কিংস দলের হয়ে তিনি বিভিন্ন দেশে, বিভিন্ন পরিবেশে ক্রিকেট খেলেছেন। তবে তাঁর এই গোটা কেরিয়ারে কখনই চেন্নাইয়ের উইকেট নিয়ে যে খুশি ছিলেন না, সেটাও জানাতে ভোলেননি মাহি। তিনি বললেন :

মহেন্দ্র সিং ধোনি
  • 5/7

"আমার মনে হয় ২০১১ সালে চেন্নাইয়ের উইকেট নিয়ে শেষবার আমরা খুশি ছিলাম। এরপর মাঠকর্মীরা যতই চেষ্টা করুন না কেন, আমরা উইকেট নিয়ে কখনই খুশি ছিলাম না।"

মহেন্দ্র সিং ধোনি
  • 6/7

পাশাপাশি ওয়াংখেড়ের উইকেট নিয়ে প্রশংসা করতে গিয়ে ধোনি বললেন, "আমরা এখানে যথেষ্ট ভালো উইকেট পেয়েছি। এই উইকেটে সিম মুভমেন্ট, বাউন্স, রান সবকিছুই হয়। তবে বল খুব একটা বেশি সুইং করে না। ফলে মাঠে যখন কোনও শিশির থাকে না, সেটা আমাদের কাছে উপহার হিসেবেই আসে।"

মহেন্দ্র সিং ধোনি
  • 7/7

চলতি আইপিএল টুর্নামেন্টে আপাতত একটা ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। সেজন্য তাদের ঝুলিতে ২ পয়েন্ট আপাতত এসেছে। পরের ম্যাচ আগামী সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে হবে ধোনি ব্রিগেডকে।

ধোনির ২০০তম ম্যাচ এভাবেই উদযাপন করছে চেন্নাই সুপার কিংস, দেখুন VIDEO

Advertisement