scorecardresearch
 
Advertisement
খেলা

ধোনি ভাইয়ের জন্য আবেগঘন মেসেজ রায়নার, আপ্লুত চেন্নাই সমর্থকেরা

মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না
  • 1/6

চলতি আইপিএল ২০২১ মরশুমে গতকাল প্রথম ম্যাচ জয় করেছে চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। পাশাপাশি চেন্নাই সুপার কিংস দলের হয়ে এটা ধোনির ২০০তম ম্যাচ ছিল। হ্যাঁ, টি-২০ ক্রিকেটে ২০০বার এই হলুদ জার্সিতে মাঠে নেমেছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং এমন একটা স্মরণীয় মাইলফলকে জয় ছাড়া সেরা উপহার আর কীই বা হতে পারে।

মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না
  • 2/6

ইতিমধ্যে, ধোনির এই ২০০তম ম্যাচের কারণে, চেন্নাই সুপার কিংস দলের কিংবদন্তি ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ট্রেন্ডিং হয়ে উঠেছেন। ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ এবং সমর্থেরা টুইটারে মহেন্দ্র সিং ধোনিকে হলুদ রংয়ের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার জন্য অভিবাদন জানিয়েছেন।

মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না
  • 3/6

অন্যদের মতোই চেন্নাই সুপার কিংস দলের চিন্না থালা অর্থাৎ সুরেশ রায়নাও টুইটারে ম্যাচের এবং গতকালের উদযাপনের কয়েকটা ছবি পোস্ট করেছেন। তিনি এই টুইটে জয়টা মহেন্দ্র সিং ধোনিকে উৎসর্গ করেছেন এবং দলের অসাধারণ পারফরম্যান্সের তারিফ করেছেন। তিনি লিখেছেন :

"২০০তম ম্যাচের জন্য থালাকে শুভেচ্ছা! দলের প্রত্যেকেই অসাধারণ পারফরম্যান্স করেছে। আপাতত পরের ম্যাচের দিকে আমরা তাকিয়ে রয়েছি! #Believe @ChennaiIPL #CSK" 

দেখে নিন রায়নার সেই টুইট :

Advertisement
মহেন্দ্র সিং ধোনি
  • 4/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চেন্নাই সুপার কিংসকে ১৯৯টি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে সুরেশ রায়না সিএসকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এমনকী এক ওভারের জন্য রায়না ধোনির হাতে বলও তুলে দিয়েছিলেন।

মহেন্দ্র সিং ধোনি
  • 5/6

অন্যদিকে ধোনির এই কৃতিত্বের জন্য গতকাল তাঁর পঞ্চমুখ প্রশংসা করেন চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন সদস্য শেন ওয়াটসন। তিনি টুইট করে জানিয়েছেন, ""এমএস আজ চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেলার জন্য তোমাকে অভিবাদন। তুমিই এই দলের আসল হৃদস্পন্দন এবং ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক।"

মহেন্দ্র সিং ধোনি
  • 6/6

প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শেন ওয়াটসন। ২০১৮ সালের আইপিএল ফাইনালে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি শতরান করেন এবং চেন্নাই সুপার কিংস তাদের তৃতীয় খেতাব জয় করে। ২০২০ সালে হলুদ জার্সিতে খেলার পর শেন ওয়াটসন ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন।

Advertisement