scorecardresearch
 
Advertisement
খেলা

IPL : উইকেটের পিছনে 'দেওয়াল' হলেন ধোনি, গড়লেন নয়া রেকর্ড

মহেন্দ্র সিং ধোনি
  • 1/5

চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপিংয়ে একটা নতুন রেকর্ড কায়েম করলেন। আইপিএল টুর্নামেন্টে ১৫০টি উইকেট শিকার করা প্রথম উইকেটরক্ষক হিসেবে ধোনি নিজের নাম লেখালেন। আইপিএল ২০২১ মরশুমের ১৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ধোনির মুকুটে এই সাফল্যের পালক যুক্ত হয়। দীপক চাহারের বলে বিপক্ষ দলের অধিনায়ক ইয়ন মরগ্যানের উইকেটটা নেওয়ার সঙ্গে সঙ্গেই ধোনি ১৫০তম শিকারটি সেরে ফেলেন।

মহেন্দ্র সিং ধোনি
  • 2/5

এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্টের ২০৮টি ম্যাচে ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়ে ১৫১টি উইকেট শিকার করেছেন। এরমধ্যে ১১২টি ক্যাচ এবং ৩৯টি স্টাম্পিং রয়েছে। ইতিপূর্বে ১৫০-এর মাইলফলক থেকে ধোনি মাত্র দু'পা পিছনে ছিলেন। দীপক চাহারের বলে রাহুল ত্রিপাঠীর ক্যাচ তালুবন্দি করতেই ধোনি ১৪৯তম শিকারটি করে ফেলেন।

দীনেশ কার্তিক
  • 3/5

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক। তিনি ২০০টি ম্যাচে ১৪৩টি উইকেট (১১২টা ক্যাচ এবং ৩১টা স্টাম্পিং) শিকার করেছেন। তৃতীয় স্থানে রয়েছে রবিন উথাপ্পা। তিনি ১৮৯টি ম্যাচে ৯০টি উইকেট (৫৮টি ক্যাচ এবং ৩২টি স্টাম্পিং) শিকার করেছেন। এরপর চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। তিনি ১৩৯টি ম্যাচে ৮১টি উইকেট (৬৫টি ক্যাচ এবং ১৬টি স্টাম্পিং) শিকার করেছেন।

Advertisement
মহেন্দ্র সিং ধোনি
  • 4/5

আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সফলতম উইকেটকিপার হলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে উইকেটের পিছনে ৬০৮টি ম্যাচে ৮২৯টি উইকেট (৬৩৪টি ক্যাচ এবং ১৯৫টি স্টাম্পিং) শিকার করেছেন। এই পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার সবার উপরে রয়েছেন। বাউচার ৫৯৬টি ম্যাচে ৯৯৮টি উইকেট (৯৫২টি ক্যাচ এবং ৪৬টি স্টাম্পিং) শিকার করেছেন। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। গিলি ৪৮৫টি ম্যাচে ৯০৫টি উইকেট (৮১৩টি ক্যাচ এবং ৯২টি স্টাম্পিং) শিকার করেছেন।

মহেন্দ্র সিং ধোনি
  • 5/5

অন্যদিকে আইপিএল ইতিহাসে সবথেকে সফলতম অধিনায়কদের মধ্যে একজন হলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস তিনবার আইপিএল খেতাব জয় করেছে। এছাড়া ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল টুর্নামেন্টে রানার্স আপও হয়েছে। তাঁর অধিনায়কত্বে সিএসকে ২০১০ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও জয় করেছে।

Advertisement