লড়াই, লড়াই, লড়াই চাই...। বুধবারের রাতে অন্তত এই লাইনটাই যেন মূলমন্ত্র হয়ে উঠেছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু, প্যাট কামিন্সের ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল কেকেআর। কিন্তু, শেষপর্যন্ত তাঁরা এই লড়াইয়ে পরাস্ত হলেন। আজ ধোনি ব্রিগেডের কাছে ১৮ রানে হারতে হল মরগ্যান বাহিনীকে।
An absolute thriller here at The Wankhede as @ChennaiIPL clinch the game by 18 runs.
— IndianPremierLeague (@IPL) April 21, 2021
Scorecard - https://t.co/jhuUwnRXgL #VIVOIPL #KKRvCSK pic.twitter.com/vf9MfM4phz
আজ মাত্র ৩১ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যায় কলকাতা নাইট রাইডার্সের। শুভমান গিল (০), নীতিশ রানা (৯), রাহুল ত্রিপাঠী (৮), ইয়ন মরগ্যান (৭) এবং সুনীল নারাইন (৪) চেন্নাইয়ের বোলিং ব্রিগেডের সামনে দাঁড়াতে পারেননি। এরপর ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেল। এই পার্টনারশিপের দৌলতে ৩৯ বলে ৮১ রান তোলে কেকেআর অ্যান্ড কোম্পানি। ধামাকাদার ব্যাটিংয়ের দৌলতে ২২ বলে ৫৪ রান করে ফিরে যান আন্দ্রে রাসেল। কার্তিকও ২৪ বলে ৪০ রান করেন। এই পার্টনারশিপই কেকেআর দলকে আবারও স্বপ্ন দেখাতে শুরু করে।
শেষবেলায় ব্যাট হাতে মাঠে নেমেছিলেন প্যাট কামিন্স। বল হাতে আজ একেবারে ফ্লপ হলেও ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন তিনি। কলকাতা ইনিংসের ১৬ ওভারে তিনি স্যাম কারেনকে পিটিয়ে কার্যত ছাতু করে দেন। এই ওভার থেকে ৩০ রান আসে। মাত্র ২৩ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। আইপিএল টুর্নামেন্টে এটা তাঁর দ্বিতীয় হাফসেঞ্চুরি। কিন্তু, এতকিছুর পরেও ২০২ রানে অলআউট হয়ে গেল কলকাতা। শেষপর্যন্ত একা 'বুঁদির কেল্লা' সামলালেন সেই কামিন্স। তিনি ৩৪ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। এদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে আজ চারটে উইকেট শিকার করলেন দীপক চহ্বার। তিনটে নিয়েছেন লুঙ্গি এনগিডি। এছাড়া একটা উইকেট নিয়েছেন স্যাম কারেন।
টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। শুরুটা খানিক ধীরে হলেও, গিয়ার চেঞ্জ করতে খুব একটা বেশি সময় নেননি সিএসকে'র দুই ওপেনার। আজ আইপিএল টুর্নামেন্টে চতুর্থ অর্ধশতরানটি সেরে ফেললেন ঋতুরাজ। কমলেশ নাগরকোটির প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৩ বলে আজ হাফসেঞ্চুরি করলেন ঝতুরাজ। চলতি মরশুমে এটাই তাঁর প্রথম অর্ধশতরান। অবশেষে তাঁর উইকেট বরুণ চক্রবর্তী শিকার করলেন। ৪২ বলে ৬৪ রান করে ফিরতে হল ঋতুরাজকে। তিনি আজ ছ'টি বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১৫২.৩৮।
৬,০০০ রান পূরণ করলেন ফাফ ডু'প্লেসি
আজ টি-২০ ক্রিকেটে ৬,০০০ রান পূরণ করলেন ফাফ ডু'প্লেসি। বরুণ চক্রবর্তীর বলে একটা সিঙ্গল নিয়ে ডু'প্লেসি এই সাফল্য অর্জন করেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দিনের প্রথম ম্যাচে পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুল টি-২০ ক্রিকেটে ৫,০০০ রান পূরণ করেন। সবথেকে দ্রুত ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করার পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল। তিনি তাঁরই পঞ্জাব কিংস দলের সতীর্থ ক্রিস গেইলের পিছনে রয়েছেন। গেইল ১৩২ ইনিংসে এই সাফল্য অর্জন করেন। আর রাহুল আজ ১৪৩তম ইনিংসটি খেলছেন। তবে ৬,০০০ রান করার তালিকাতেও সবার উপরে রয়েছেন সেই ইউনিভার্সাল বস। তিনি ১৬৫ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন।
ঋতুরাজের পাশাপাশি আজ হাফসেঞ্চুরি করেছেন ডু'প্লেসিও। তাঁর ব্যাট থেকে ৩৫ বলে বেরিয়ে আসে ঝকঝকে একটা অর্ধশতরান। এই নিয়ে আইপিএল টুর্নামেন্টে ১৭তম হাফসেঞ্চুরি সেরে ফেললেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান। ১৫.১ ওভারেই (৯৩ বলে) ১৫০ রানের চৌকাঠ স্পর্শ করে চেন্নাই সুপার কিংস। ছোটো হলেও ধামাকাদ ইনিংস খেললেন মইন আলি। আজ তিনি ১২ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপর মাঠে নামেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনিও ৮ বলে ১৭ রান করেন। তাতেই খুশি মাহি সমর্থকেরা। তারপর খুব একটা বেশি সময় বাকি ছিল না। মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। শেষ বলে তিনি ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করেন।
অন্যদিকে ৯৫ রানে অপরাজিত রইলেন ফ্রাসোঁয়া ডু'প্লেসি। সবাই তাঁকে ভালোবেসে 'ফাফ' বলে ডাকে। আজ চেন্নাই সুপার কিংসকে কী অসাধারণ একটা ইনিংস তিনি উপহার দিলেন। ৬০ বলে ৯৫ রান করে তিনি থাকলেন অপরাজিত। ন'টা বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ১৫৮ স্ট্রাইক রেট। আজ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলল চেন্নাই সুপার কিংস।