Advertisement
খেলা

IPL 2021 : আইপিএল কেরিয়ারে প্রথম শতরান দেবদত্ত পাডিক্কলের, জিতল RCB

  • 1/7

দেবদত্ত পাডিক্কলের জন্য কোনও প্রশংসাই যেন যথেষ্ট নয়। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত যে তিনি হতে চলেছেন, তা প্রত্যেক ম্যাচে যেন একটু একটু করে বুঝিয়ে চলেছেন। আজ তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল দুর্দান্ত একটা শতরান। ম্যাচের শেষে ৫২ বলে ১০১ রান করে অপরাজিত থাকলেন তিনি। আর সেইসঙ্গেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০ উইকেটে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

(IPL টুইটার পেজ থেকে ছবিটা নেওয়া হয়েছে)

  • 2/7

আজ শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন দেবদত্ত এবং অধিনায়ক বিরাট। মাত্র ৩১ বলে এই দুই ব্যাটসম্যানের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। আজ ২৭ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন কেরলের এই ওপেনিং ব্যাটসম্য়ান। পিছিয়ে ছিলেন না বিরাটও। তিনিও ৩৪ বলে ৫০ রানের চৌকাঠ স্পর্শ করলেন। ৯.৪ ওভারের মধ্যে তাঁদের ১০০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

(IPL টুইটার পেজ থেকে ছবিটা নেওয়া হয়েছে)

  • 3/7

এরপর তাঁরা যেন আরও হাত খুলে খেলতে শুরু করেন। ৮১ বলে গড়ে ওঠে ১৫০ রানের পার্টনারশিপ। আজ বিরাট কোহলির মধ্যে যেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পাওয়া যাচ্ছিল। দেবদত্ত যখন ৯০-এর ঘরে চলে গেছেন, তখন বিরাট একেবারে ব্যাকসিটে চলে আসেন। ঠিক যেমন বিরাটের শতরানের সময় করতেন ধোনি। যাইহোক, তবে আজ অধিনায়কের সম্মান রেখেছেন পাডিক্কল।

(IPL টুইটার পেজ থেকে ছবিটা নেওয়া হয়েছে)

Advertisement
  • 4/7

পাশাপাশি আজকের ম্যাচে আরও একটা রেকর্ড কায়েম করলেন বিরাট কোহলি। আইপিএল টুর্নামেন্টে তিনি ৬,০০০ রানের চৌকাঠ স্পর্শ করলেন। আজকের এই ম্যাচের আগে কোহলি আইপিএল টুর্নামেন্টে ৫,৯,৪৯ রানে দাঁড়িয়ে ছিলেন। অর্থাৎ ৫১ রান করতেই তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ইনিংসের শেষে কোহলি ৪৭ বলে ৭২ রান করেন। তাঁর এই ইনিংসটা ছ'টা বাউন্ডারি এবং তিনটে ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল।

(IPL টুইটার পেজ থেকে ছবিটা নেওয়া হয়েছে)

  • 5/7

 তবে আজকের রাতটা বিরাট কোহলি নয়, ছিল দেবদত্ত পাডিক্কলের। ১৬.১ ওভারে এল সেই মাহেন্দ্রক্ষণ। মুস্তাফিজ়ুর রহমানের ডেলিভারিতে সটান বাউন্ডারি হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেন তিনি। ৫১ বলে আসে ১০০ রান। তাঁর এই ইনিংসে রয়েছে ১১টা বাউন্ডারি এবং ছ'টা ছক্কা। আজকের রাতটা বোধহয় ভুলতে পারবেন না তিনি। প্রথম বল থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। শেষপর্যন্ত সেই ফর্মটা ধরে রাখলেন।

(IPL টুইটার পেজ থেকে ছবিটা নেওয়া হয়েছে)

  • 6/7

শতরান করার সঙ্গে সঙ্গে পাডিক্কল হেলমেট খুলে এবং ব্যাটটাকে আকাশের দিকে তুলে অভিবাদন গ্রহণ করেন। তাঁর দলের প্রত্যেক সতীর্থকেই যথেষ্ট উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এরপর দলের অধিনায়ক তাঁকে ঊষ্ণ আলিঙ্গন করেন। এটা যে তাঁর কাছে কত বড় পাওনা, সেটা কেরলের এই ওপেনারই অনুভব করতে পারবেন। চলতি মরশুমে দ্বিতীয় শতরানকারী হিসেবে নিজের নাম লেখালেন পাডিক্কল। আশা করা যায়, বাকী মরশুমে তিনি নিজের এই ফর্মটা ধরে রাখতে পারবেন।

  • 7/7

চলতি আইপিএল মরশুমে সেইসঙ্গে টানা চার ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ আরসিবি ২০০তম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিল। জয়টাকে এর থেকে বেশি ভালোভাবে স্মরণীয় করে রাখা হয়ত যেত না। ১০ উইকেটে জয়, সেটা কী কম বড় কথা! আপাতত চারটে ম্যাচ জিতে কোহলি ব্রিগেডের ঝুলিতে ৮ পয়েন্ট রইল। সেইসঙ্গে তারা আবারও পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল। দলটা যদি এই ফর্ম ধরে রাখতে পারে, তাহলে প্লে-অফের লড়াই থেকে কেউ আটকাতে পারবে না।

Advertisement