scorecardresearch
 
Advertisement
খেলা

"তুমিই চেন্নাইয়ের আসল হার্টবিট", ধোনিকে কেন এমন বললেন ওয়াটসন?

মহেন্দ্র সিং ধোনি
  • 1/5

অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার শেন ওয়াটসন মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক আজ চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নামলেন। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধোনি এই কৃতিত্ব অর্জন করলেন। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব ৮ উইকেটে ১০৬ রান তুলেছে।

মহেন্দ্র সিং ধোনি
  • 2/5

বিরাট কোহলির পর ধোনিই দ্বিতীয় ক্রিকেটার যিনি একটি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে ২০০টি টি-২০ ম্যাচ খেলছেন। ২০০৮ সাল থেকে যোগ দেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২০৯টি ম্যাচ খেলেছেন।

মহেন্দ্র সিং ধোনি
  • 3/5

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চেন্নাই সুপার কিংসকে ১৯৯টি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে সুরেশ রায়না সিএসকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এমনকী এক ওভারের জন্য রায়না ধোনির হাতে বলও তুলে দিয়েছিলেন।

Advertisement
শেন ওয়াটসন
  • 4/5

সোশ্যাল মিডিয়া টুইটারে একটি পোস্ট করে ওয়াটসন লিখেছেন, "এমএস আজ চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেলার জন্য তোমাকে অভিবাদন। তুমিই এই দলের আসল হৃদস্পন্দন এবং ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক।"

শেন ওয়াটসন
  • 5/5

প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শেন ওয়াটসন। ২০১৮ সালের আইপিএল ফাইনালে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনি শতরান করেন এবং চেন্নাই সুপার কিংস তাদের তৃতীয় খেতাব জয় করে। ২০২০ সালে হলুদ জার্সিতে খেলার পর শেন ওয়াটসন ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন।

Advertisement