আইপিএল ২০২১-র দ্বিতীয় ম্যাচে গত মরশুমের রানার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আইপিএল নিয়ম অনুসারে এই দুই দলকেই নিউট্রাল ভেন্যু অর্থাৎ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে হবে। আর এই ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক এমএস ধোনি এবং বর্তমান উইকেটকিপার তথা দিল্লির নতুন অধিনায়ক ঋষভ পান্থ। এই দুটো দলের চূড়ান্ত একাদশেই কিছু না কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু, খুব একটা বেশি যে পরিবর্তন করা হবে, তেমনটা মনে করা হচ্ছে না। এই পরিস্থিতি আসুন একবার দেখে নিই কেমন হতে পারে এই দুই দলের চূড়ান্ত একাদশ।
চেন্নাই সুপার কিংস :
ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এবার কয়েকজন নতুন এবং কিছু পুরনো ক্রিকেটার নিয়ে মাঠে নামতে চলেছে। এই পরিস্থিতিতে তাদের দলে অধিকাংশ পুরনো ক্রিকেটারকেই দেখতে পাওয়া যেতে পারে।
সম্ভাব্য একাদশ :
রবিন উথাপ্পা, ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু'প্লেসি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন, ডোয়েন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চহ্বার, কৃষ্ণাপ্পা গৌতম
দিল্লি ক্যাপিটালস :
কাঁধে চোট পাওয়ার কারণে আজ দিল্লি ক্য়াপিটালস দলকে নেতৃত্ব দিতে পারবেন না। পাশাপাশি দলের দুই প্রধান জোরে বোলার কাগিসো রাবাদা এবং এনরিচ নর্ৎজ়েও প্রথম ম্যাচে খেলতে পারবে না। ব্যাটিংয়ের ক্ষেত্রে মিডল অর্ডারেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। গতবারের তুলনায় এবার দলে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে।