ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম মরশুমের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি আঘাত পেলেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটসম্যান ক্রুনাল পান্ডিয়ার ক্যাচ ধরতে গিয়েই তিনি চোট পান।
মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলেই এই দূর্ঘটনা ঘটে। যদিও স্বস্তির খবর এটাই যে অমন চোট লাগার পরেও বিরাট কোহলিকে মাঠে ফিল্ডিং করতে দেখা যায়।
রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে ১৯তম ওভারটা করতে আসেন কাইল জেমিসন। ওভারের প্রথম বলেই মুম্বইয়ের ব্যাটসম্যান ক্রুনাল পান্ডিয়া মিড অফের ওপর দিয়ে শট মারতে যান। ক্রুনালের এই শটের গতি যথেষ্ট জোরে ছিল। সেই বলেই ক্যাচ ধরার চেষ্টা করেন বিরাট কোহলি। বলটা তাঁর হাত ফসকে ঠিক চোখের নিচে গিয়ে লাগে। এরপরই ওই জায়গায় গাঢ় কালশিটে পড়ে যায়।
মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস শেষ হওয়ার পর কোহলি প্যাভিলিয়ন ফিরে যাওয়ার সময় বরফ দিয়ে ওই জায়গাটা সেঁক দিতে থাকেন। এরপর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নামেন। তিনি ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ব্যাট করতে শুরু করেন।