scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2021 : বিধ্বংসী ঋতুরাজ, ৬,০০০ রান পূরণ ডু'প্লেসির; স্বস্তিতে চেন্নাই

ঋতুরাজ গায়কোয়াড়
  • 1/6

চেন্নাই সুপার কিংস দলের এই দুই ওপেনারের যতই প্রশংসা করা হোক না কেন, সেটা কম বলেই মনে হবে। আজ বিধ্বংসী ব্যাটিং করলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ফাফ ডু প্লেসি। এই দুই ব্যাটসম্যানের দৌলতেই কার্যত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলল চেন্নাই সুপার কিংস। আজ তিনি ৯৫ রানে অপরাজিত থাকেন।

চেন্নাই সুপার কিংস
  • 2/6

চলতি মরশুমের প্রথম অর্ধশতরান ঋতুরাজের

টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। শুরুটা খানিক ধীরে হলেও, গিয়ার চেঞ্জ করতে খুব একটা বেশি সময় নেননি সিএসকে'র এই দুই ব্যাটসম্যান। আজ আইপিএল টুর্নামেন্টে চতুর্থ অর্ধশতরানটি সেরে ফেললেন ঋতুরাজ। কমলেশ নাগরকোটির প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৩ বলে আজ হাফসেঞ্চুরি করলেন ঝতুরাজ। চলতি মরশুমে এটাই তাঁর প্রথম অর্ধশতরান। অবশেষে তাঁর উইকেট বরুণ চক্রবর্তী শিকার করলেন। ৪২ বলে ৬৪ রান করে ফিরতে হল ঋতুরাজকে। তিনি আজ ছ'টি বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১৫২.৩৮।

চেন্নাই সুপার কিংস
  • 3/6

৬,০০০ রান পূরণ করলেন ফাফ ডু'প্লেসি

আজ টি-২০ ক্রিকেটে ৬,০০০ রান পূরণ করলেন ফাফ ডু'প্লেসি। বরুণ চক্রবর্তীর বলে একটা সিঙ্গল নিয়ে ডু'প্লেসি এই সাফল্য অর্জন করেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দিনের প্রথম ম্যাচে পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুল টি-২০ ক্রিকেটে ৫,০০০ রান পূরণ করেন। সবথেকে দ্রুত ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করার পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল। তিনি তাঁরই পঞ্জাব কিংস দলের সতীর্থ ক্রিস গেইলের পিছনে রয়েছেন। গেইল ১৩২ ইনিংসে এই সাফল্য অর্জন করেন। আর রাহুল আজ ১৪৩তম ইনিংসটি খেলছেন। তবে ৬,০০০ রান করার তালিকাতেও সবার উপরে রয়েছেন সেই ইউনিভার্সাল বস। তিনি ১৬৫ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন।

Advertisement
চেন্নাই সুপার কিংস
  • 4/6

ঋতুরাজের পাশাপাশি আজ হাফসেঞ্চুরি করেছেন ডু'প্লেসিও। তাঁর ব্যাট থেকে ৩৫ বলে বেরিয়ে আসে ঝকঝকে একটা অর্ধশতরান। এই নিয়ে আইপিএল টুর্নামেন্টে ১৭তম হাফসেঞ্চুরি সেরে ফেললেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটসম্যান। ১৫.১ ওভারেই (৯৩ বলে) ১৫০ রানের চৌকাঠ স্পর্শ করে চেন্নাই সুপার কিংস। ছোটো হলেও ধামাকাদ ইনিংস খেললেন মইন আলি। আজ তিনি ১২ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপর মাঠে নামেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনিও ৮ বলে ১৭ রান করেন। তাতেই খুশি মাহি সমর্থকেরা। তারপর খুব একটা বেশি সময় বাকি ছিল না। মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। শেষ বলে তিনি ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করেন।

চেন্নাই সুপার কিংস
  • 5/6

অন্যদিকে ৯৫ রানে অপরাজিত রইলেন ফ্রাসোঁয়া ডু'প্লেসি। সবাই তাঁকে ভালোবেসে 'ফাফ' বলে ডাকে। আজ চেন্নাই সুপার কিংসকে কী অসাধারণ একটা ইনিংস তিনি উপহার দিলেন। ৬০ বলে ৯৫ রান করে তিনি থাকলেন অপরাজিত। ন'টা বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। ১৫৮ স্ট্রাইক রেট। আজ যদি চেন্নাই জেতে তাহলে তিনিই যে ম্যাচের সেরা হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

কলকাতা নাইট রাইডার্স
  • 6/6

আজ আরও একবার ব্যর্থতার মুখ দেখল কলকাতার বোলাররা। গোটা ম্যাচেই তাঁরা দিশাহীন বোলিং করেছেন। একটি মাত্র উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী। আর বাকিরা রান দিয়ে গেছেন যথেচ্ছভাবে। এই চাপটা যে নাইট ব্রিগেডের ব্যাটসম্যানদের ওপর পড়তে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবার তাঁরা কীভাবে সেই চাপ সামলান, এখন সেটাই দেখার।

Advertisement