আইপিএল টুর্নামেন্টের সবথেকে সফল দলগুলোর মধ্যে একটা হল চেন্নাই সুপার কিংস। সবথেকে বেশি আটবার এই দলটা আইপিএল ফাইনাল খেলেছে। তারমধ্যে এবার চতুর্থবার খেতাব জয়ের লক্ষ্যে তাকিয়ে রয়েছে। গত মরশুমের দুঃখ ভুলে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হওয়া আসন্ন টুর্নামেন্টে এক নতুন উদ্যমে এই দলটা নামতে চায়। মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগামী ১০ এপ্রিল তার প্রথম ম্যাচ খেলতে নামবে।
এখনও পর্যন্ত আইপিএলের ১১টি মরশুম খেলছে চেন্নাই সুপার কিং। এরমধ্যে ১০বার প্লে-অফে তারা উঠেছে এবং আটবার ফাইনাল খেলেছে। ইতিমধ্যেই তিনবার আইপিএল খেতাব জয় করেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু, গত মরশুমে তারা একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি। পয়েন্ট টেবিলের নীচে থেকে দ্বিতীয় স্থানে অর্থাৎ সপ্তম স্থানে তারা ছিল। ধোনিরও ব্যাটও সেইভাবে গর্জন করতে পারেনি। ১৪ ম্যাচে ২৫-এর ব্যাটিং গড়ে তিনি মাত্র ২০০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১১৬.২৭। এটা আইপিএল ইতিহাসে ধোনির সবথেকে খারাপ পারফরম্যান্স।
তবে চেন্নাই সুপার কিংস দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন যাঁরা কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে পারবেন। একথা বলতে কোনও অসুবিধে নেই যে ধোনির নেতৃত্ব আজও প্রত্যেককে অনুপ্রেরণা জোগায়। এটা দলের একটা ভালো দিক। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা রেকর্ড তিনি ভাঙতে পারেন।
১. আইপিএল টুর্নামেন্টে ধোনিই প্রথম উইকেটকিপার হিসেবে নাম লেখাতে পারেন যিনি ১৫০টি শিকার করেছেন। এখনও পর্যন্ত তিনি ১৪৮টি উইকেট শিকার করেছেন।
২. টি-২০ ক্রিকেটে ধোনি ৭,০০০ রান পূরণ করতে পারেন। এখন তিনি মাত্র ১৭৯ রান দূরে রয়েছেন।
৩. আরও যদি ১৪টা ছক্কা তিনি হাঁকাতে পারেন তাহলে চেন্নাই সুপার কিংস দলের হয়ে তিনি ২০০টি ওভার বাউন্ডারির চৌকাঠ স্পর্শ করতে পারবেন।
এখনও পর্যন্ত ধোনি এই বড় রেকর্ডগুলো কায়েম করেছেন :
১. ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএল টুর্নামেন্টে (২০৪) সবথেকে বেশি ম্যাচ খেলেছেন।
২. ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি ডেথ ওভারে সবথেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন।
৩. ধোনিই আইপিএল ইতিহাসে একমাত্র অধিনায়ক যিনি ১০০টির বেশি ম্যাচে জয়লাভ করেছেন।
৪. ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএল টুর্নামেন্টে মোট ২০৯টি ছক্কা হাঁকিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি সকলের আগে রয়েছেন।