scorecardresearch
 
Advertisement
খেলা

ঋষভের দুরন্ত ইনিংসের পরেও দিনের শেষে নায়ক সেই ডি'ভিলিয়ার্স

এবি ডি'ভিলিয়ার্স
  • 1/7

আবারও জয়ের সেই চেনা ছন্দে ফিরে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টানটান উত্তেজনার একটা ম্যাচ উপহার দিল কোহলি ব্রিগেড। মাত্র ১ রানে অবশেষে তারা জয়লাভ করল। তবে আজ ঋষভ পান্থের কথা আলাদা করতে বলতেই হবে। আইপিএল টুর্নামেন্টে ১৪তম হাফসেঞ্চুরি করে ফেললেন তিনি। কিন্তু ঋষভের এই অধিনায়কোচিত ইনিংসও ঢাকা পড়ে গেল ব্যাঙ্গালোরের জয়ে। দিনের শেষে নায়ক হলেন সেই এবি ডি'ভিলিয়ার্স।

বিরাট কোহলি
  • 2/7

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পান্থ। ব্যাঙ্গালোরের শুরুটা খুব একটা ভালো হয়নি। পরপর দুটো বলে বিরাট কোহলি (১২) এবং দেবদত্ত পাডিক্কল (১৭) যখন ফিরে গেলেন তখন ব্যাঙ্গালোরের স্কোর ৩০-২। এরপর রজত পতিদারের সঙ্গে তৃতীয় উইকেটে পার্টনারশিপ গড়ে তোলেন গ্লেন ম্য়াক্সওয়েল। তিনি যে বিগ শো সেটা আজ আরও একবার প্রমাণ করে দিলেন।

গ্লেন ম্যাক্সওয়েল
  • 3/7

ম্যাক্সওয়েল ২০ বলে ২৫ রান করেন। এরমধ্যে একটা বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি রয়েছে। অন্যদিকে একটা দিক ধরে রেখেছিলেন রজত পতিদার। তিনি ২২ বলে ৩১ রান করেন। তাঁর ইনিংসে একটাও বাউন্ডারি না থাকলেও দুটো ছক্কা হাঁকিয়েছেন। অবশেষে মাঠে নামেন এবি ডি'ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটারকে যত দিন যাচ্ছে, ততই যেন দেখে অবাক হতে হচ্ছে।

Advertisement
এবি ডি'ভিলিয়ার্স
  • 4/7

আজ কী খেলাটাই না খেললেন তিনি। একটা সময় ৬০ রানে ৩ উইকেট হারিয়েছিল ব্যাঙ্গালোর। ঠিক তখনই দলের হাল ধরেন এবি। মাত্র ৩৫ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ঝকঝকে একটা হাফসেঞ্চুরি। ইনিংসের শেষে তিনি ৭৫ রানে অপরাজিত থাকেন। আজ তিনি তিনটে বাউন্ডারি এবং পাঁচটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। তাঁর ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে দ্বিতীয় বিদেশি হিসেবে ৫,০০০ রানের চৌকাঠ স্পর্শ করলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। চলতি মরশুমের ষষ্ঠ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের তারকা ব্যাটসম্যান এহেন কৃতিত্ব অর্জন করলেন। ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। 

এই তালিকায় অপর বিদেশি হলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এছাড়া চারজন ভারতীয় তারকা রয়েছেন।

আইপিএল টুর্নামেন্টে সবথেকে বেশি রান করার তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি (৬,০৪১ রান)। তারপর রয়েছেন চেন্নাই সুপার কিংস দলের সুরেশ রায়না (৫,৪৭২), দিল্লি ক্যাপিটালস দলের ওপেনার শিখর ধাওয়ান (৫,৪৫৬), মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা (৫,৪৩১) এবং সানরাইজ়ার্স দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৫,৩৯০)। ৫,০০০ রানের এই তালিকার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ক্রিস গেইল।

কাইল জেমিসন
  • 5/7

এরপর ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ব্যাটিংও আজ খুব একটা ভালো হয়নি। তবে ঋষভ পান্থ (৪৮ বলে ৫৮ রান) এবং শিমরন হেটমায়ারের (২৫ বলে ৫৩ রান) দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে হারা ম্যাচটা প্রায় জিতে নিয়েছিল দিল্লি। কিন্তু, শেষপর্যন্ত তাদের একটা রানে হারতে হয়। আরসিবি'র হয়ে জোড়া উইকেট শিকার করেন হর্ষল প্যাটেল। এছাড়া একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং কাইল জেমিসন।

মহম্মদ সিরাজ
  • 6/7

এই প্রসঙ্গে আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে রাখি। এই নিয়ে তৃতীয়বার দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি আইপিএল ইতিহাসে ১ রানের ব্যবধানে ম্যাচ হারল। এহেন একটা পরিসংখ্যানের দিক থেকে তারাই এগিয়ে রয়েছে। পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে এমন ঘটনা প্রথমবার ঘটল যে কোনও দল রান তাড়া করতে গিয়ে মাত্র ১ রানে ম্যাচ হারল যেখানে উইকেটে উপস্থিত দুই ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করেছেন। সবথেকে আশ্চর্য্যের ব্যাপার হল, এই মরশুমে পান্থের ব্যাট থেকে দুটো হাফসেঞ্চুরি বেরিয়ে এলেও তিনি একটাও ছক্কা হাঁকাননি।

এবি ডি'ভিলিয়ার্স
  • 7/7

আজ ম্যাচের সেরা ঘোষণা করা হল এবি ডি'ভিলিয়ার্সকে। পুরস্কার নিতে এসে তিনি বললেন, "আমাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। পাশাপাশি দলে বেশ কয়েকজন ভারতীয় তরুণ বোলারও রয়েছে যাঁরা সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। আমি নিজে, ম্যাক্সি এবং বিরাট প্রচুর ক্রিকেট খেলেছি। আমরা শুধুমাত্র খেলাটাকে উপভোগ করতে মাঠে নেমেছিলাম। তবে আমি নিজে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম।"

Advertisement