কী অসাধারণ একটা ফিনিশ করল রাজস্থান রয়্যালস। কী অসাধারণ ফিনিশ করলেন ক্রিস মরিশ। কেন তাঁকে ১৬.২৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনেছে সেটা আরও একবার প্রমাণ করে দিলেন। ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকলেন ঠিক কথাই, কিন্তু সেই সঙ্গে রাজস্থান রয়্যালসের হাতে চলতি আইপিএল টুর্নামেন্টে প্রথম জয়টা তুলে দিলেন।
গত ম্যাচে তিনি স্ট্রাইট নিতে চাননি। তা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছিল। তবে আজ মরিসের এই ইনিংস সকল সমালোচকের মুখ বন্ধ করে দিল। কেন তিনি সেরা, সেটা আজ রাতে তিনি প্রমাণ করে দিলেন। শেষ ২ ওভারে দিল্লি ক্যাপিটালস একেবারে দিশেহারা বোলিং করেছে। প্রথমে একটু ধীর গতিতে ব্যাটিংটা শুরু করলেও ডেথ ওভারে মরিসের হাত থেকে রেয়াত পাননি দিল্লির কোনও বোলারই। একটা সময় ১২ বলে রাজস্থানের জিততে ২৭ রান দরকার ছিল। সেখান থেকে ২ বল বাকি থাকতেই ম্যাচটা জিতে যায় মরু শহর।
The @rajasthanroyals camp is elated as they pocket their first win in #IPL2021 after yet another thrilling finish.https://t.co/8aM0TZxgVq #RRvDC #VIVOIPL pic.twitter.com/J1XA8ggmZs
— IndianPremierLeague (@IPL) April 15, 2021
তবে রাজস্থানের ব্যাটসম্যানদের মধ্যে আরও একজনের নাম উল্লেখ না করলেই নয়। তিনি হলেন ডেভিড মিলার। আজ যখন রাজস্থানের টপ অর্ডার একেবারে ব্যর্থ হয়ে গেছে, ঠিক সেই সময় ব্যাট করতে নেমে দলের হাল ধরলেন মিলার। তাঁর ৪৩ বলে ৬২ রানের ইনিংস রাজস্থানের স্বপ্নকে যে জিইয়ে রেখেছিল তা বলা যেতেই পারে।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে ১৪৭ রান তুলেছিল। দিল্লি হয়ে একমাত্র অধিনায়ক ঋষভ পান্থ ছাড়া আর কেউ সেভাবে ব্যাট হাতে ছাপ ফেলতে পারেননি। তিনি ৩২ বলে ৫১ রান করেন। এছাড়া ললিত যাদব (২০), টম কারেন (২১) এবং ক্রিস ওকস (১৫) কিছুটা হলেও উইকেটের সামনে দাঁড়ানোর সাহস দেখান।
ম্যাচটা হেরে যাওয়ার পর ঋষভ পান্থ বললেন, "আমাদের দলের বোলাররা শুরুর দিকে যতটা ভালো বল করেছিলেন, শেষের দিকে ততটাও ভালো হয়নি। ওটা আরও খানিকটা ভালো হতে পারত। আজকের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আমরা ১৫-২০ রান কম করেছি। আশা করছি, আগামী ম্যাচগুলোয় এই ভুলগুলো শুধরে নিতে পারব। প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে অনেক বেশি শিশির পড়েছে।" জয়দেব উনাদকাটকে আজকের ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে।