scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2021 : স্টোকসকে ছাড়াই খেলবে রাজস্থান, দিল্লি ব্রিগেডে ফিরতে পারেন রাবাডা

সঞ্জু স্যামসন
  • 1/5

আইপিএল ২০২১-র লড়াইয়ে আজ ভারতীয় ক্রিকেট দলের দুই তরুণ উইকেটরক্ষক একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ঋষভ পান্থ যেখানে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দেবেন, ঠিক সেই জায়গায় রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে খেলতে নামবে। এই দুই ক্রিকেটারই প্রথমবার আইপিএল টুর্নামেন্টে নেতৃত্ব দিচ্ছেন এবং আজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ইতিমধ্যেই জয়ের স্বাদ পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে রাজস্থান রয়্যালসকে একটা রোমাঞ্চকর লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই এই দুই দল একটা করে ধাক্কা খেয়েছেন। আসুন দেখে নেওয়া যাক, কেমন হতে পারে এই দুই দলের সম্ভাব্য একাদশ...

রাজস্থান রয়্যালস
  • 2/5

রাজস্থান রয়্যালস :

সঞ্জু স্যামসন এবার রাজস্থান রয়্যালস আইপিএল টুর্নামেন্ট খেলতে নামছেন। মরশুমের শুরুতেই জোফ্রা আর্চার দলের বাইরে চলে যায়। এবার দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসও চোটের কারণে গোটা মরশুম আর খেলতে পারবেন না। এবার এটাই দেখার যে স্টোকসের জায়গায় দলে কাকে নেওয়া হয়, ডেভিড মিলার নাকি লিয়াম লিভিংস্টোন।

রাজস্থান রয়্যালস
  • 3/5

সম্ভাব্য একাদশ :

মনন ভোরা, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজ়ুর রহমান।

Advertisement
ঋষভ পান্থ
  • 4/5

দিল্লি ক্যাপিটালস :

ঋষভ পান্থের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে। তবে এই ম্যাচে দলের তারকা জোরে বোলার কাগিসো রাবাদা ঢুকতে পারেন। অন্যদিকে দলের অপর জোরে বোলার অ্যানরিচ নর্ৎজ়ে করোনা পজ়িটিভ হওয়ার কারণে, আজ খেলতে পারবেন না। তবে তাঁর শীঘ্র প্রত্যাবর্তনের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দল।

দিল্লি ক্যাপিটালস
  • 5/5

সম্ভাব্য একাদশ

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্কা রাহানে, ঋষভ পান্থ (অধিনায়ক), মার্কাস স্টোয়েনিস, শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, আভেশ খান, কাগিসো রাবাডা / টম কারেন, অমিত মিশ্রা।

Advertisement