Advertisement
খেলা

ম্যাচের সেরা এবি, কমলা টুপি ম্যাক্সওয়েলের; বোলারদের কৃতিত্ব দিলেন বিরাট

বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজ
  • 1/7

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ অসাধারণ একটা ম্যাচ খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নাইট ব্রিগেডকে আজ তারা ৩৮ রানে পরাস্ত করেছে। আজ ম্যাচের সেরা ঘোষণা করা হয় এবি ডি'ভিলিয়ার্সকে। তিনি ৩৪ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। যে খেলোয়াড়টা গত মরশুমে একটাও ছক্কা হাঁকাতে পারেনি, চলতি আইপিএল টুর্নামেন্টের প্রথম তিনটে ম্য়াচের পরেই গ্লেন ম্যাক্সওয়েলের মাথায় উঠল কমলা টুপি। 

আন্দ্রে রাসেল
  • 2/7

ম্যাক্সওয়েল যতই ৭৮ রান করুন না কেন, এই প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ৩৪ বলে অপরাজিত ৭৬ রানের একটা ইনিংস দলকে উপহার দেন। শেষ পাঁচ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭০ রান তুলেছে। আর সেই দৌলতেই নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তারা ২০৪ রান তুলেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • 3/7

রয়্যাল চ্যালেঞ্জার্সের শুরুটা আজ খুব একটা ভালো হয়নি। প্রথম ওভারেই বিরাট কোহলি (৫) এবং রজত পতিদার (১) বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর তৃতীয় উইকেটে দেবদত্ত পাডিক্কলের (২৫) সঙ্গে ৮৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ম্যাক্সওয়েল। ডি'ভিলিয়ার্সের সঙ্গে তিনি ২৭ বলে ৫৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। অবশেষে ম্যাক্সওয়েল ফিরে যাওয়ার পর ডি'ভিলিয়ার্স কাইল জেমিসনের সঙ্গে মাত্র ২০ বলে অপরাজিত ৫৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

Advertisement
এবি
  • 4/7

ম্যাচের সেরা হয়ে একথাই বললেন এবি

"আজ আমি খুবই ভালো খেলেছি। সবথেকে বড় কথা, ম্যাচটাকে উপভোগ করেছি। ম্যাক্সি আমার কাজটা আরও সহজ করে দিয়েছিল। এমন একটা স্লো পিচে ব্যাট করা সত্যিই খুব কঠিন। আমরা ২০০ রানের কথা প্রথমে চিন্তাই করিনি। ভেবেছিলাম যে ১৭০-এর মতো হয়ত রান করতে পারব। সবথেকে বড় কথা আমি নিজেকে এবং আমার ক্রিকেটকে দারুণভাবে উপভোগ করেছি। আজ আমার পরিবারও এখানে উপস্থিত রয়েছে।"

গ্লেন ম্যাক্সওয়েল
  • 5/7

বিধ্বংসী ইনিংস খেলার পর যা বলেছিলেন ম্যাক্সওয়েল

"আজ শুরু থেকে ব্যাট করার সুযোগ পেয়েছিলাম। এটা খুব ভালো হয়েছে। পাওয়ার প্লে চলাকালীন শক্ত বলটাকে কাজে লাগাতে পেরেছি। বিপক্ষ দলের স্পিনারদের ওপর হামলা করার চেষ্টা করেছি।"

ইয়ন মরগ্যান
  • 6/7

ম্যাচ জিতে বোলারদের প্রশংসা বিরাটের মুখে

"রাসেলকে সিরাজ যে বলটা করল, তা এককথায় অসাধারণ। ইতিপূর্বে রাসেলের বিরুদ্ধে ও ভালো বল করেছি। অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর বোলার হিসেবে ও নিজেকে একেবারে বদলে ফেলেছে। ম্যাচ শেষ করার ক্ষমতা ওর মধ্যে রয়েছে। শেষের দিকে হর্ষলের বোলিংয়েও যথেষ্ট স্বচ্ছতা ছিল। আমার মতে জেমিসনও যথেষ্ট ভালো বল করেছে। আর সেকারণেই আমরা তিনটের মধ্যে তিনটে ম্যাচই জিততে পেরেছি।"

বিরাট কোহলি
  • 7/7

ম্যাক্সওয়েল অসাধারণ, এবিকে অনুসরণ করা উচিত : বিরাট

গ্লেন ম্যাক্সওয়েল এবং ডি'ভিলিয়ার্সেরও ভূয়সী প্রশংসা করেছেন বিরাট কোহলি। যদি কোনও ব্যাটসম্য়ান এমন ফর্ম এবং ব্যাটিং ছন্দ থাকে, তাহলে তাঁকে আটকানো খুবই মুশকিল। এই স্লো উইকেটে আমরা মোটামুটিভাবে অতিরিক্ত ৪০ রান করেছি। জলে হাঁস যেমন স্বচ্ছন্দ্যে সাঁতার কাটে, আজ দলের স্কোরবোর্ডকে সেভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন ম্যাক্সি। এই দলটাকে এবি খুব ভালোবাসেন। আর এই দুজনেই আজ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। তবে বেশ কয়েকটা জায়গা আমাদেরও আরও উন্নত করতে হবে। এই জয়ে আমরা আনন্দ পেলেও একেবারেই উচ্ছ্বসিত হচ্ছি না।

Advertisement