scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2021 : সানরাইজ়ার্সের সূর্য অস্তাচলে, জিতে গর্বিত বিরাট

বিরাট কোহলি
  • 1/6

সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে গতকাল দাপুটে পারফরম্যান্স করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই সুবাদেই তারা ৬ রানে এই ম্যাচে জয়লাভ করে। চলতি আইপিএল টুর্নামেন্টে গ্লেন ম্যাক্সওয়েল প্রথম বিদেশি ক্রিকেটার যিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেন।

বিরাট কোহলি
  • 2/6

গতকালের এই ম্যাচ জিততে পেরে যথেষ্ট খুশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের শেষে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে গতকাল তিনি ক্লান্ত নন, বরং গর্বিত। বিরাট বললেন, "আমরা একটা অসাধারণ ম্যাচ খেলেছি। জয়ের অনুকূলে একেবারেই গতকালকের পরিস্থিতি ছিল না। তবে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। কখনও ম্য়াচ শেষ হওয়ার আগে হাল ছাড়তে নেই।"

বিরাট কোহলি
  • 3/6

 তিনি আরও বলেন, "আজ আমার মন থেকে বিশ্বাস ছিল যে ১৫০ রান করেই জিততে পারব। সেকথা আমি দলের প্রত্যেককে জানিয়েও ছিলাম। এই টার্গেটটাই বিপক্ষের কাছে যথেষ্ট কঠিন হবে। আমরা চাপের মুখে যে পারফরম্যান্সটা করেছি, তা এককথায় অসাধারণ। উইকেট ক্রমশ কঠিন হচ্ছিল, আর পুরনো বলে খেলাটা তো আরও কঠিন।"

Advertisement
গ্লেন ম্যাক্সওয়েল
  • 4/6

গতকাল ম্যাক্সওয়েলের প্রশংসায় পঞ্চমুখ বিরাট। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, "ম্যাক্সি আমাদের দলের জন্য জয়ের রাস্তাটা প্রশস্থ করে দিয়েছে। আর সেকারণেই আমরা ১৫০ রানের কাছাকাছি পৌঁছতে পেরেছি। সত্যি কথা বলতে কী, এই জয় নিয়ে আমরা খুব একটা বেশি উচ্ছ্বসিত নই। আমাদের দলের একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। দিল্লি থেকে হর্ষলকে একটা বিশেষ দায়িত্ব দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তবে এই টুর্নামেন্টের রাস্তা এখনও অনেকটাই লম্বা। প্রত্যেককে নিজের দায়িত্বের ব্যাপারে আরও পেশাদার হতে হবে।"

গ্লেন ম্যাক্সওয়েল
  • 5/6

অন্যদিকে পুরস্কার নিতে এসে তিনি বললেন, "আরসিবি'র হয়ে শুরুটা বেশ ভালোই করেছি। ওরা আমাকে নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়েছে। আমার সঙ্গে অন্য ব্যাটসম্যানরা থাকার কারণে, একটু সময় নিয়ে স্বাধীনভাবে খেলতে পারি। এই একই দায়িত্ব আমাকে অস্ট্রেলিয়ায় পালন করতে হয়।"

গ্লেন ম্যাক্সওয়েল
  • 6/6

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, "এটা আমার চতুর্থ আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি। আমার উপরে নিজেকে প্রমাণ করার অনেক চাপ রয়েছে। আশা করছি, বল হাতেও আমি একইভাবে পারফরম্যান্স করতে পারব। তবে ওয়াশিংটন যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে।"

Advertisement