Advertisement
খেলা

IPL 2021 : অভিষেক ম্যাচেই করলেন কামাল, এবার অনন্যা পাণ্ডেকে ডেট করতে চান এই ক্রিকেটার!

চেতন সাকারিয়া
  • 1/7

রাজস্থান রয়্যালস তাদের টুইটার হ্যান্ডেলে একটা ভিডিও আপলোড করেছে। সেখানে দলের জোরে বোলার আকাশ সিং এবং চেতন সাকারিয়া একে অপরকে ইন্টারভিউ করতে দেখা যাচ্ছে। ঠিক এই সময় আকাশ সিং চেতন সাকারিয়াকে প্রশ্ন করেন যে কোন বলিউড অভিনেত্রীর সঙ্গে তিনি ডেটে যেতে চান।

চেতন সাকারিয়া
  • 2/7

রাজস্থান রয়্যালসের জোরে বোলার চেতন সাকারিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স করেছেন। তিনি চলতি আইপিএল মরশুমে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিন উইকেট শিকার করেন। অভিষেক ম্যাচে ধামাল করার পর এবার সাকারিয়া বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে ডেটে যেতে চান।

অনন্যা পাণ্ডে
  • 3/7

আকাশ সিংয়ের এই প্রশ্নে সাকারিয়া অনন্যা পাণ্ডের নাম নেন। সেইসঙ্গে এও জানান যে উনি খুবই সুন্দরী এবং অনন্যার সঙ্গে কোনও একটি সমুদ্র বিচে তিনি আনন্দ করতে চান।

Advertisement
চেতন সাকারিয়া
  • 4/7

সাকারিয়া গত আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে নেট বোলার হিসেবে তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিলেন। বাঁহাতি জোরে বোলার সাকারিয়া সৌরাষ্ট্র থেকে এসেছেন। ইতিপূর্বে চেতনের পরিবারকে যথেষ্ট দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হয়েছে। 

চেতন সাকারিয়া
  • 5/7

চেতন সাকারিয়া মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত পঞ্জাব কিংসের বিরুদ্ধে আয়োজিত ম্যাচে চার ওভারে ৩১ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। আইপিএল নিলামে চেতন সাকারিয়াকে এক কোটি ২০ লাখ টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস।

চেতন সাকারিয়া
  • 6/7

একটা সময় ছিল যখন চেতন সাকারিয়ার বাবা টেম্পো চালাতেন। ২ বছর আগে তিনি এই চাকরি ছেড়ে দেন। পাঁচ বছর আগে পর্যন্ত সাকারিয়ার ঘরে একটা টিভি পর্যন্ত ছিল না। কোনও ম্যাচ দেখার জন্য চেতন তাঁর বন্ধুর বাড়িতে যেতেন। 

চেতন সাকারিয়া
  • 7/7

চেতন সাকারিয়া ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। তিনি ৪১টি উইকেট শিকার করেছেন। পাশাপাশি তিনি সাতটি লিস্ট এ ম্যাচে ১০ উইকেট শিকার করেন। এছাড়া সাকারিয়া এখনও পর্যন্ত ১৭টি টি-২০ ম্যাচে ৩১টি উইকেট নিজের ঝুলিতে পুরে নিয়েছেন।

Advertisement