পরপর দুটো ম্যাচে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে, পরপর দুটো ম্যাচই হারতে হল ওয়ার্নার ব্রিগেডকে। আজ সানরাইজ়ার্স হায়দরাবাদকে ৬ রানে হারিয়ে দিল বিরাট রাজার দল। ম্যাচের ১৪ ওভারে যেখানে ৯৬ রানে মাত্র একটা উইকেট পড়েছিল, সেখান থেকে তারা ১৫০ রান তাড়া করতে পারল না।
আজ টসে জিতে ব্যাঙ্গালোরকে প্রথমে ব্যাট করতে পাঠান সানরাইজ়ার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে ব্যাঙ্গালোর ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। আইপিএল ইতিহাসে আজ পাঁচ বছর পর হাফসেঞ্চুরি করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলে ৫৯ রান করেন তিনি। এছাড়া ২৯ বলে ৩৩ রান করেছেন বিরাট কোহলি।
এরপর ব্যাট করতে নামে সানরাইজ়ার্স হায়দরাবাদ। ম্যাক্সওয়েলের পালটা হাফসেঞ্চুরি করেন কমলা ব্রিগেডের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। ১৩.২ ওভারে কাইল জেমিসনের বলে ড্যান ক্রিশ্চিয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডেভিড ওয়ার্নার। অসাধারণ একটা ইনিংস খেললেন তিনি। ৩৭ বলে ৫৪ রান করে তিনি আউট হন। সাতটা চার এবং একটা ছক্কা হাঁকিয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন মণীশ পাণ্ডে।
কিন্তু, একটা ওভার গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৭ ওভারে বল করতে এসেছিলেন বাংলার শাহবাজ় আহমেদ। এই ওভারে মাত্র ১ রান দিয়ে তিনি তিনটে উইকেট তুলে নেন। কে কে রয়েছেন সেই তালিকায়? জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে এবং আবদুল সামাদ। মোদ্দা কথা, হায়দরাবাদের মিডল অর্ডারের শিরদাঁড়াটাই তিনি ভেঙে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।
এই প্রসঙ্গে আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে রাখি। এই চারটে ম্যাচে সবথেকে কম রান করেও জয়লাভ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর :
১২৬-৮ বনাম চেন্নাই সুপার কিংস, চেন্নাই, ২০০৮
১৩৩-৮ বনাম রাজস্থান রয়্যালস, কেপটাউন, ২০০৯
১৪৫-৯ বনাম কিংস ইলেভেন পঞ্জাব, ডারবান, ২০০৯
১৪৯-৮ বনাম সানরাইজ়ার্স হায়দরাবাদ, চেন্নাই, আজ