scorecardresearch
 
Advertisement
খেলা

IPL : RCB কি ছাড়তে চলেছেন বিরাট? অধিনায়ক নিজেই দিলেন এই জবাব

বিরাট কোহলি
  • 1/6

রয়্যাল চ্যালেঞ্জার্স দলে একঝাঁক তারকা ক্রিকেটার রয়েছেন। আইপিএল-এর প্রত্যেকটা মরশুমেই এই দলটার থেকে প্রচন্ডভাবে খেতাব জয়ের আশা করা হয়। কিন্তু, পারফরম্যান্স সেই মাপকাঠিতে না হওয়ার জন্যই প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়। এটা বিশ্বাস করা যথেষ্ট কঠিন যে বিরাট কোহলি এবং এবি ডি'ভিলিয়ার্সের মতো যে ক্রিকেটাররা দলে রয়েছেন, সেই দলটা এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জয় করতে পারেনি। এবারও তাঁরা আইপিএল জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে বলেই আশা করা হচ্ছে।

বিরাট কোহলি
  • 2/6

বিরাট কোহলির হাতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বভার। প্রায় ১৪ বছর ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে। ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি। আশা করা হচ্ছে, আগামীদিনেও তিনি এই দলের হাত ছাড়বেন না।

বিরাট কোহলি
  • 3/6

আর সেই সংকেতটাই দিয়ে দিয়েছেন বিরাট কোহলি। তিনি বলেছেন, "আমার মনে হয় না আমি কখনও আরসিবি ছেড়ে যাব কিংবা আরসিবি ছাড়া অন্য কোনও দলের হয়ে খেলব।" কোহলির এই বয়ানটাই টুইট করে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Advertisement
বিরাট কোহলি
  • 4/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ২০০৮ সালে বিরাট কোহলিকে মাত্র ১২ লাখ টাকায় কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তখন থেকেই RCB বিরাটের উপর ভরসা করে আসছে। বর্তমানে বিরাটকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৭ কোটি টাকা করে প্রত্যেক মরশুমে দেয়।

বিরাট কোহলি
  • 5/6

২০১১ সালে হয়েছিলেন ভাইস ক্যাপ্টেন

২০১১ সালের আইপিএল নিলামে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাঁকে দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করা হয়। ২০১১ সালের কয়েকটা ম্যাচে তিনি দলের হয়ে অধিনায়কত্বও করেন। এর ২ বছর পর অর্থাৎ ২০১৩ সালে বিরাট কোহলির হাতে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়। ড্যানিয়েল ভেত্তোরি অবসর গ্রহণ করার পর কোহলি আরসিবি'র অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। এরপর টানা আট বছর তিনি অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন।

বিরাট কোহলি
  • 6/6

কোহলির আইপিএল কেরিয়ার

আন্তর্জাতিক ক্রিকেটের মতো বিরাট কোহলির আইপিএল কেরিয়ারও যথেষ্ট ধামাকাদার। এখনও পর্যন্ত তিনি আইপিএল টুর্নামেন্টে ১৯২টি ম্যাচ খেলেছেন। ৩৮,১৬ ব্যাটিং গড়ে তিনি ৫,৮৭৮ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৩০.৭৩। আইপিএল টুর্নামেন্টে কোহলির পাঁচটি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনি ২০১৬ মরশুমে ৯৭৩ রান করেছিলেন। আইপিএলের একটি মরশুমে সবথেকে বেশি রান করার রেকর্ড তাঁর দখলেই রয়েছে। 

Advertisement