scorecardresearch
 
Advertisement
খেলা

Royal Challengers Bangalore : প্রথম খেতাবের অপেক্ষা, কোন জায়গাটা শক্তিশালী; কোথায় আছে দূর্বলতা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • 1/6

গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরুটা ভালো করলেও শেষটা ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এবছর আবারও তারা নতুন উদ্যমে টুর্নামেন্টে খেলতে নামছে। দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকার পরেও আজও খেতাব অধরা রয়েছে আরসিবি'র। দলে রয়েছেন বিরাট কোহলির মতো অধিনায়ক এবং এবি ডিভিলিয়ার্সের মতো তারকা ব্যাটসম্যান। কিন্তু গোটা দল প্রয়োজনের থেকে বেশি এই দুই ক্রিকেটারের উপর নির্ভর করে। আর সেই কারণেই দলে ভারসাম্য তৈরি হয় না। এবার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং নিউজ়িল্যান্ডের তারকা বোলার কাইল জেমিসনের মতো ক্রিকেটাররা দলে যোগ দেওয়ায় সেই ভারসাম্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • 2/6

নিলামের আগেই ছেড়ে দেওয়া হয়েছে ১০জন ক্রিকেটারকে
গত মরশুমের শুরুটা আরসিবি যথেষ্ট ভালো করেছিল। কিন্তু, শেষপর্যন্ত দলের ছন্দপতন হয়। টানা পাঁচটা ম্যাচ হারার কারণে তারা এলিমিনেটর পর্যায়ে তাঁরা পৌঁছতে পারেনি। এবার টিম ম্যানেজমেন্ট নিলামের আগেই ১০জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। পাশাপাশি দলের ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্ট আরও মজবুত করার জন্য নজর দেওয়া হচ্ছে। আরসিবি'র ব্যাটিং ডিপার্টমেন্ট যে যথেষ্ট মজবুত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ রান মেশিন বিরাট কোহলির আইপিএল রেকর্ড যথেষ্ট ভালো।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • 3/6

এবার ওপেন করতে পারেন বিরাট
আইপিএল শুরু হওয়ার আগেই কোহলি স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি ইনিংস ওপেন করতে চান। তাঁর সঙ্গে উল্টোদিকে থাকবেন দেবদত্ত পাডিক্কল। দেবদত্ত গত মরশুমে যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছিলেন। এবার তাঁর থেকে ভালো পারফরম্য়ান্স আশা করা যেতেই পারে। এছাড়া উপরের দিকে ব্যাট করতে নামবেন দলের তরুণ ক্রিকেটার মহম্মদ আজ়হারউদ্দিন এবং নিউজ়িল্যান্ডের ফিন অ্যালেন। এই দুই ব্যাটসম্য়ানই দ্রুত রান তুলতে পারেন। অন্যদিকে ডি'ভিলিয়ার্স এবং ম্যাক্সওয়েলের মতো অভিজ্ঞ ক্রিকেটার মিডল অর্ডারটা সামলাবেন। সচিন বেবি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং ওয়াশিংটন সুন্দরও যথেষ্ট ভালো ব্যাট করতে পারেন।

Advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • 4/6

আরসিবি'র স্পিন বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো
এই দলটা অধিকাংশ ম্যাচই চেন্নাই এবং আহমেদাবাদে খেলবে। ফলে এই দুই স্টেডিয়ামের উইকেট যে স্পিনারদের জন্য় স্বর্গরাজ্য সেকথা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে যুজবেন্দ্র চহ্বাল যে দলের জন্য তুরুপের তাস হতে পারে, তা আশা করা যেতেই পারে। ওয়াশিংটন সুন্দর গত মরশুমের মতো আরও একবার পাওয়ার প্লে'র দায়িত্ব তুলে নেবেন। ম্যাক্সওয়েলও স্পিন ডিপার্টমেন্টে একটা ভালো বিকল্প হতে পারেন। তবে দরকার পড়লে অ্যাডাম জ়াম্পাকেও চূড়ান্ত একাদশে জায়গা দেওয়া যেতে পারে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • 5/6

পেস অ্যাটাক যথেষ্ট কমজোর
জেমিসন দলে যোগ দেওয়ার পরও আরসিবি দলের পেস অ্যাটাক যথেষ্ট দূর্বল বলেই মনে করা হচ্ছে। নবদীপ সাইনি এবং মহম্মদ সিরাজের সাদা বলে যথেষ্ট কম অভিজ্ঞতা রয়েছে। তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই রান দিয়ে থাকেন। টি-২০ ক্রিকেটে জেমিসনকেও যথেষ্ট লড়াই করতে দেখা গেছে। তার উপরে ভারতে খেলার অভিজ্ঞতা তাঁর নেই। জোরে বোলিং করার ক্ষেত্রে হর্ষল প্যাটেল তথা অস্ট্রেলিয়ার ত্রয়ী ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামস এবং কেন রিচার্ডসন বিকল্প বোলার হতে পারেন। এই পরিস্থিতিতে আরসিবি'র ব্যাটসম্যানদের আরও বেশি করে দায়িত্ব গ্রহণ করতে হবে। কারণ দলে ডি'ভিলিয়ার্স এবং ম্যাক্সওয়েলের মতো 'বিগ হিটার' রয়েছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • 6/6

একনজরে দেখে নেওয়া যাক আরসিবি দল:
বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি'ভিলিয়ার্স, দেবদত্ত পাডিক্কল, যুজবেন্দ্র চহ্বাল, মহম্মদ সিরাজ, কেন রিচার্ডসন, ওয়াশিংটন সুন্দর, পবন দেশপাণ্ডে, ফিন অ্যালেন, শাহবাজ় আহমেদ, নভদীপ সাইনি, অ্যাডাম জ়াম্পা, কাইল জেমিসন, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পতিদার, সচিন বেবি, মহম্মদ আজ়হারউদ্দিন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কেএস ভরত, সুয়শ প্রভুদেশাই, ড্যানিয়েল স্যামস এবং হর্ষল প্যাটেল

Advertisement