চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আসন্ন আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। নেটে অনুশীলন করার সময় তিনি বেশ কয়েকটি লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু এবার প্র্যাকটিস ম্যাচেও ধোনির জ্বলওয়া দেখতে পাওয়া গেল। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও অসাধারণ করছেন মাহি।
আগামী ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগে বুধবার একটা প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে একটি ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ম্যাচের হাইলাইটস দেখতে পাওয়া যাচ্ছে। এই ভিডিওতে ধোনি এবং তাঁর সেনাবাহিনীকে দুরন্ত অ্যাকশনে দেখতে পাওয়া যাচ্ছে।
#SuperMatch highlights! Catch all the hits, swings and spells from when the lions took on themselves! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/DTCd11M13N
— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2021
এই ম্যাচে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর নিজস্ব স্টাইলেই স্টাম্পিং করেন। আসলে, শট মারার লোভে ব্যাটসম্যান ক্রিজ়ের অনেকটাই বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু, তিনি বলটা মিস করেন। আর সেই সুযোগেই ধোনি দুহাত দিয়ে বলটাকে ধরে স্টাম্প আউট করে দেন।
এছাড়া সুরেশ রায়নার সঙ্গেও ধোনি অনেকক্ষণ ক্রিজ়ে সময় কাটান। এই দুই ব্যাটসম্যান বোলারদের কার্যত কচুকাটা করতে শুরু করেন। ইতিপূর্বে চেন্নাই সুপার কিংস ধোনির একটা ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিল। সেই ভিডিওতে ধোনিকে হেলিকপ্টার শট মারতেও দেখা যায়।
চেন্নাই সুপার কিংস দলের কাছে এবারের আইপিএল টুর্নামেন্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ গত মরশুমটা এই দলের কাছে যারপরনাই খারাপ কেটেছিল। সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত ২০২০ সালের এই টুর্নামেন্টে তিনবারের চ্যাম্পিয়ন দল সিএসকে টুর্নামেন্টের প্লে-অফে পর্যন্ত জায়গা করে নিতে পারেনি।
আইপিএল ইতিহাসে এটাই প্রথমবার যে ধোনির দল প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। তবে এবার সেই সবকিছু ভুলে দলটা নয়া উদ্যমে প্রত্যাবর্তন করতে চায়।