দুই অ্যাঙ্কর নজর কেড়েছেন প্রথম দিনের নিলামেই। একজন ভাবনা বালাকৃষ্ণান, আরেক জন দিশা ওবেরয়। দুইজনেই স্টার স্পোর্টসের হয়ে কাজ করেন।
স্টার স্পোর্টসের দুই তারকা সঞ্চালক দিশা ওবেরয় এবং ভাবনা বালাকৃষ্ণান। দিল্লি নিবাসী দিশা ওবেরয় একজন প্রাক্তন আরজে এবং চেন্নাই-নিবাসী ভাবনা একজন ধারাভাষ্যকার।
সানরাইজার্স হায়দ্রাবাদের কাব্য মারান, শাহরুখ খানের মেয়ে সুহানা এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতাও মেগা নিলামে উপস্থিত ছিলেন। তা সত্ত্বেও অ্যাঙ্কর দিশা ওবেরয় এবং ভাবনা বালাকৃষ্ণানকে নিইয়ে আগ্রহ কমেনি।
৩৬ বছর বয়সী ভাবনা বালাকৃষ্ণান বিবাহিত। তাঁর স্বামীর নাম নিখিল রমেশ। ভাবনা, ভিজে ভাবনা নামেও বেশ পরিচিত। তিনি একজন টিভি অ্যাঙ্কর, ক্রিকেট ধারাভাষ্যকার, ভিডিও জকি, প্লেব্যাক গায়ক এবং নৃত্যশিল্পী।
ভিজে ভাবনা অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক। ভাবনা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এবং তাঁর লক্ষ লক্ষ ভক্ত রয়েছে৷
দিশা ওবেরয় একজন বিখ্যাত রেডিও জকি। তিনি Red FM-এ আরজে হিসেবে কাজ করেছেন। এখান থেকেই তাঁর উত্থান। এরপর অ্যাঙ্করিংয়ের জগতে পা রেখেছেন তিনি।
দিশা ওবেরয় ২০২০ সালে ন্যাশানাল মিডিয়া পুরস্কার পেয়েছেন। রেডিওতে দারুণ কাজ করার জন্য গত বছর কর্ণাটক ওমেন্স অ্যাচিভার পুরষ্কার পেয়েছেন।
নিলামের প্রথম দিনে নজর কেড়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের কাব্য মারান। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিইয়ে হইচই পড়ে যায়।
নিলামের মঞ্চে দেখা গিয়েছে শাহরুখ পুত্র আরিয়ানকে। গোটা নিলামে অংশ নিয়েছেন তিনি। দিয়েছেন প্রয়োজনীয় পরামর্শও। মাদক কান্ডে গ্রেফতার হওয়ায় পরে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ানকে।
আরিয়ানের সঙ্গে ছিলেন জুহি চাওলার কন্যা জাহ্নবী মেহতাও। কেকেআর-এর নিলামে এর আগেও দেখা গিয়েছিল জাহ্নবীকে।