শেষ হয়ে গেল দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড আট উইকেটে ৫৫৫ রান করেছে। ভারত আপাতত একেবারে ব্যাকফুটে রয়েছে। গতকাল জো রুট (২১৮) যেখানে শেষ করেছিলেন, আজ ঠিক সেখান থেকেই তিনি শুরু করেন। যোগ করেন আরও ৯০টি গুরুত্বপূর্ণ রান। শেষ তিনটে টেস্ট ম্যাচে এই নিয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করলেন তিনি। তবে তাঁর ঝুলিতে মোচ পাঁচটি দ্বিশতরান রয়েছে। তবে টেস্ট ক্রিকেট ইতিহাসে রুটই একমাত্র ক্রিকেটার যিনি শততম ম্যাচে দ্বিশতরান করলেন।
তবে ইংল্যান্ডের অধিনায়ক যখন ব্যাট করছিলেন, তখন তাঁকে যোগ্য সঙ্গত দেন জো রুট। তাঁরা দুজনে ২২১ বলে ১২৪ রান করেন। শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল বেন স্টোকসকে। ভারতের মাটিতে যখন তিনি ব্যাট করতে নামলেন, তখন তাঁকে আরও উজ্জ্বীবিত লাগল। তিনি ১১৮ বলে ৮২ রান করে ফিরে যান। তাঁর এই ইনিংস ১০টি বাউন্ডারি এবং তিনটি ছক্কা দিয়ে সাজিয়েছেন। মনে হচ্ছিল যে স্টোকস হয়ত তাঁর টেস্ট কেরিয়ারের একাদশতম শতরানটি আজ করেই ফেলবেন। কিন্তু, শাহবাজ় নাদিমের বলে স্লগ-সুইপ মারতে গিয়ে তিনি আউট হয়ে ফিরে আসেন।
এরপর রুটের সঙ্গে ২২ গজে যোগ দেন ওলি পোপ। তাঁর সঙ্গেও ইংল্যান্ড অধিনায়ক ৮৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই পার্টনারশিপ চলাকালীনই রুট তৃতীয় ডাবস সে়্চুরিটা সেরে ফেললেন। তবে আজ পোপ একেবারেই ফর্মে ছিলে না। অশ্বিনের বলে তিনি ৩৪ রানে LBW আউট হয়ে ফিরে যান।
অবশেষে জো রুটের মহামানবিক ইনিংসেরও পরিসমাপ্তি ঘটে। পরের ওভারে নাদিমের বল তাঁর সামনের পায়ে লাগে। একেবারে নি-রোলের (Knee-role) নিচে। রুট রিভিউয়ের আবেদন করলেও, তাতে কোনও লাভ হয়নি।
এরপর উইকেটে আসেন দুই নতুন ব্যাটসম্যান জস বাটলার এবং ডম বেস। তবে ভারত এই সুযোগকে কাজে লাগাতে পারেনি। ৯৩ বল পরে আসে পরবর্তী উইকেট। ইশান্ত শর্মার বলে বোল্ড হন জস বাটলার (৩০)। পরের বলেই আবার বোল্ড হয়ে ফিরে যান জোফ্রা আর্চারও। এই মুহুর্তে টেস্ট ক্রিকেটে ২৯৯টি উইকেট শিকার করেছেন ইশান্ত শর্মা।
ইংল্যান্ডের ইনিংস শেষ করার আরও একটা সুযোগ পেয়েছিল বিরাট কোহলির দল, কিন্তু সেটাকে তারা কাজে লাগাতে পারল না। বেস (অপরাজিত ২৮ রান) এবং জাক লিচ (অপরাজিত ৬ রান) যতটা সম্ভব দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। বেস তো একেবারে ইশান্ত-বুমরাহদের বাউন্ডারি হাঁকিয়ে ব্যাটিং করে গেলেন। এই দুই ব্যাটসম্যান শেষবেলায় ১১ ওভারের কাছাকাছি ব্যাটিং করেছেন।
তবে আজ শেষবেলায় ইনিংস ডিক্লেয়ার করে ভারতের দুই ওপেনারের উপর চাপ তৈরি করতে পারতেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু, সেই পথে তিনি হাঁটলেন না। আশা করা হচ্ছে আগামীকাল ভারতকে ৬০০-র উপর লক্ষ্যমাত্রা দেবে ইংল্যান্ড শিবির। প্রথম টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করল, তাতে তাঁরা প্রত্যেকেই গর্বিত হবেন।