scorecardresearch
 
Advertisement
খেলা

ওড়িশাকে চুরমার করে দিল বাগান ব্রিগেড, জোড়া গোল মনবীর, কৃষ্ণার

এটিকে মোহনবাগান
  • 1/4

অসাধারণ একটা ফুটবল উপহার দিল এটিকে মোহনবাগান। আজ মাঠে নামার আগে ওড়িশাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন বাগান কোচ আন্তোনিও লোপেজ় হাবাস। তবে ৯০ মিনিট ধরে সবুজ-মেরুন ফুটবলাররা যেভাবে গোটা মাঠ জুড়ে দাপাদাপি করে গেল, তাতে মনে হল না এই ম্যাচ নিয়ে আদৌ কোনও আশঙ্কায় ছিলেন। আজ ওড়িশা এফসিকে ৪-১ গোলে পরাস্ত করল এটিকে মোহনবাগান। এই ম্যাচে জোড়া গোল করলেন পঞ্জাবের তরুণ ফুটবলার মনবীর সিং। বাকি দুটো গোল করেন রয় কৃষ্ণা। ওড়িশার হয়ে একমাত্র গোলটি করেন আলেকজ়ান্ডার কোল।

এটিকে মোহনবাগান
  • 2/4

সবথেকে বড় কথা, এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানের আরও কাছাকাছি পৌঁছে গেল এটিকে মোহনবাগান। এখনও তাদের দ্বিতীয় স্থানেই থাকতে হবে। আপাতত ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। তবে তার ঠিক নিচেই ৩০ পয়েন্ট নিয়ে রয়েছে বাগান ব্রিগেড। ফলে দ্বিতীয় লেগের খেলায় আরও একবার শীর্ষে ওঠার সুযোগ থাকছে হাবাস ব্রিগেডের কাছে। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে প্রীতম-প্রণয়রা দুটো ম্যাচ হেরেছে, দুটো জিতল আর একটা ড্র করেছে।

এটিকে মোহনবাগান
  • 3/4

আজ ম্যাচের শুরু থেকে রাশ এটিকে মোহনবাগানের হাতে ছিল। ১১ মিনিটে আসে প্রথম গোল। প্রনয়ের বাড়ানো পাসকে কাজে লাগিয়ে অসাধারণ একটা গোল করলেন মনবীর সিং। প্রথমে মার্সেলোর একটা ক্রস পাস ওড়িশার রক্ষণ ভেদ করে। সেই বল যায় প্রণয়ের কাছে। অবশেষে একটা বাঁকানো শটে নেটের একেবারে উপরের দিকের কোনা দিয়ে বল বিপক্ষের জালে জড়িয়ে দিলেন মনবীর। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫+১ মিনিট) সমতা ফেরাল ওড়িশা এফসি। গোল করলেন আলেকজ়ান্ডার কোল।

Advertisement
এটিকে মোহনবাগান
  • 4/4

প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করায় ম্যাচের উত্তেজনা বাকি ৪৫ মিনিটে অনেকটাই বেড়ে যায়। কারণ পয়েন্ট টেবিলে একেবারে নিচে থাকা ওড়িশা কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল রয় কৃষ্ণাদের দিকে। এরপর কোনও এক মহামন্ত্রে জেগে উঠল সবুজ-মেরুন ব্রিগেড। ৫৪ মিনিটে ফের গোল করলেন মনবীর সিং। ২-১ গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণার ফরোয়ার্ড পাস থেকে মনবীরের ডান পায়ের জোরাল শট বিপক্ষের সব প্রতিরোধ ভেঙে দিল। ৮১ মিনিটে প্রনয়ের একটা শট হাতে লাগে আলেকজ়ান্ডার কোলের। পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। পেনাল্টি কিক মেরে দলের ব্যবধান বাড়ালেন রয় কৃষ্ণা। ৩-১ গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। এরপর ওড়িশার ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের ৮৫ মিনিটে রয় কৃষ্ণা পা থেকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসা শট আরও একবার বিপক্ষের রক্ষণ চুরমার করে দিল। ৪-১ গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। নির্ধারিত সময়ের পর আরও ৪ মিনিট অতিরিক্ত দেওয়া হলেও, কোনও দলই গোলের ব্যবধান বাড়াতে পারেনি।

(প্রত্যেকটা ছবিই ইন্ডিয়ান সুপার লিগের টুইটার পেজ থেকে নেওয়া হয়েছে)

Advertisement