scorecardresearch
 
Advertisement
খেলা

অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চাই, স্পষ্ট কথা বাংলা কোচের

বাংলা ক্রিকেট দল
  • 1/8

অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চান। আর সেই শিক্ষাকে সঙ্গী করেই এগিয়ে যেতে চান সামনের দিকে। এমন কথাই জানালেন বাংলা ক্রিকেট দলের প্রধান কোচ অরুণ লাল।

বাংলা ক্রিকেট দল
  • 2/8

সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরুটা বাংলা ক্রিকেট দল ভালো করলেও শেষ চারে তারা পৌঁছতে পারেনি। এই টুর্নামেন্ট জয় করেছে তামিলনাড়ু ক্রিকেট দল। আর তামিলনাড়ুকে নেতৃত্ব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক।

বাংলা ক্রিকেট দল
  • 3/8

তো যাইহোক, সৈয়দ মুস্তাক আলি ট্রফি নিয়ে আপাতত ভাবতে নারাজ বাংলা ক্রিকেট দল। সামনেই রয়েছে বিজয় হাজারে ট্রফি। সেই টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু করে দিল অনুষ্টুপ ব্রিগেড।
 

Advertisement
বাংলা ক্রিকেট দল
  • 4/8

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অমন ব্যর্থতার পর আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলা ক্রিকেট দল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অরুণলাল বললেন, "আপনাকে অতীতের ভুল থেকেই তো আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। গত বছর কিংবা গত টুর্নামেন্টের পারফরম্যান্স আর আঁকড়ে ধরে বসে থাকলে তো হবে না। এটা এমনই একটা খেলা যেখানে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।"

বাংলা ক্রিকেট দল
  • 5/8

সঙ্গে তিনি আরও যোগ করেন, "ভুল থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। আর সেই শিক্ষাকে সঙ্গী করেই পরের ম্যাচের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা আপাতত পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছি।"

বাংলা ক্রিকেট দল
  • 6/8

প্রসঙ্গত গতকাল কলকাতার যাদবপুর সেকেন্ড ক্যাম্পাসে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা ক্রিকেট দল। ইতিমধ্যে বেজে গেছে বিজয় হাজারে ট্রফির নির্ঘণ্টও। গতকাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় একটি প্রেস বিবৃতি জারি করে বিজয় হাজারে ট্রফির জন্য বাংলার ২১ জনের একটি দল ঘোষণা করেছেন। এই দলকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার এবং সহ অধিনায়ক শ্রীবৎস গোস্বামী।

বাংলা ক্রিকেট দল
  • 7/8

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিজয় হাজারে ট্রফিতে বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি খেলতে পারবেন না বলেই আশা করা হচ্ছে। সেকারণে ২১ জনের বাংলা ব্রিগেডে তাঁর নামও রাখা হয়নি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সূত্রে জানা গেছে, তিনি এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। তাঁকে আবারও রিহ্যাবে যেতে হবে।
 

Advertisement
বাংলা ক্রিকেট দল
  • 8/8

বাংলা ক্রিকেট দলের প্রস্তুতি সম্পর্কে অরুণ লাল বললেন, "যথেষ্ট ভালো হচ্ছে। দলের প্রত্যেক ক্রিকেটারই কঠিন পরিশ্রম করছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই চলছে সেরা অনুশীলন। প্রত্যেকে এই টুর্নামেন্টটা যথেষ্ট গুরুত্বের সঙ্গেই নিয়েছে। দলের প্রস্তুতি এবং অনুশীলন দেখার পর আমি যারপরনাই সন্তুষ্ট।"

Advertisement