প্লে-অফে যাওয়ার আগে আজ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে টিকে থাকার লড়াই। লড়াইয়ে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। দুটো দলই ১৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের ঝুলিতে আপাতত ১৮ পয়েন্ট রয়েছে।
আজকের পরাজিত দল, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ়ার্স হায়দরাবাদ (যদি তারা মুম্বইকে হারাতে পারে ) প্রত্যেকেই ১৪ পয়েন্টে থাকবে।
সানরাইজ়ার্স হায়দরাবাদের নেট রানরেট (০.৫৫৫) এখন যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। সেকারণে তারা তৃতীয় স্থানে শেষ করতে পারে। সেক্ষেত্রে চতুর্থ স্থানে কে থাকবে সেটা আজকের এই ম্যাচের উপরে নির্ভর করবে।
আজকের ম্যাচে কোনও দলই চাইবে না যে তারা বড় ব্যবধানে (২০ রানের বেশি কিংবা ১২-১৫ বল বাকি থাকতে) হারে। তাকণ তাহলে কলকাতা নাইট রাইডার্সের থেকে তারা নেট রানরেটে এগিয়ে থাকবে। আর যদি বড় ব্যবধানে হেরে যায়, সেক্ষেত্রে কলকাতা, চার নম্বরে উঠে আসবে।
অন্যদিকে আবার আগামীকাল ম্যাচে যদি সানরাইজার্স হায়দরাবাদ হেরে যায়, তাহলে ২০ পয়েন্টে পৌঁছে যাবে মুম্বই। আজকের ম্যাচের জয়ী দল থাকবে ১৬ পয়েন্টে, আর পরাজিত দল ১৪ পয়েন্টে। সেক্ষেত্রে কলকাতা ১৪ পয়েন্ট নিয়ে সহজেই শেষ চারে পৌঁছতে পারবে।