সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের প্রখ্যাত ক্রিকেটার রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের রেগে যাওয়া অ্যাড খুব ভাইরাল হয়েছে। প্রত্যেকেই দ্রাবিড়ের এই অ্যাডটা যারপরনাই পছন্দ করছেন। এতদিন ধরে আমরা রাহুল দ্রাবিড়ের যে শান্তশিষ্ট স্বভাব দেখে এসেছি, এই বিজ্ঞাপনে তাঁকে একেবারে বিপরীত স্বভাবের দেখানো হয়েছে। দ্রাবিড় গাড়ির ভিতর থেকেই ব্যাট উঁচিয়ে বলছেন, "আমি ইন্দিরানগরের গুণ্ডা।"
এই বিজ্ঞাপনটি হিট হওয়ার পর পুলিশ দ্রাবিড়ের ক্রোধের সাহায্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। মহারাষ্ট্রে ক্রমাগত করোনা মহামারী বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে অ্যালার্ট করার জন্য মুম্বই পুলিশ দ্রাবিড়ের এই বিজ্ঞাপনের সাহায্য নিয়েছেন।
একটা ইনস্টাগ্রাম পোস্টে মুম্বই পুলিশের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে। মুম্বই ছাড়া নাগপুরের পুলিশও এই বিজ্ঞাপনের সাহায্য নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সচেষ্ট হয়েছে। একইভাবে গুজরাটের সুরাট পুলিশও সাধারণ মানুষকে সচেতন করে জানিয়েছে, কখনও ট্রাফিকে আটকে পড়লে এমন আক্রমণাত্মক হয়ে উঠবেন না। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই ভাইরাল হওয়া বিজ্ঞাপনে রাহুল দ্রাবিড় ট্রাফিক জ্যামে আটকে পড়েছেন এবং তিনি আশপাশে উপস্থিত লোকজনের ওপরে নিজের রাগ জাহির করছেন। সেইসঙ্গে গাড়ির হর্নও বাজাচ্ছেন।
Be it in "indiranagar" or anywhere.
— Nagpur City Police (@NagpurPolice) April 10, 2021
Keep your calm,
Avoid unnecessary honking.#NagpurPolice pic.twitter.com/CTcfEV6AL8
এই বিজ্ঞাপনে রাহুল দ্রাবিড় রাস্তায় উপস্থিত লোকজনের সঙ্গে ঝামেলা করছেন। তিনি এতটাই আক্রমণাত্মক হয়ে ওঠেন যে সিটের পিছন থেকে ব্যাট বের করে এনে গাড়ি ভাঙচুরও করতে শুরু করেন।
রাহুল দ্রাবিড়ের এমন রূপ দেখার পর থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি হতবাক হয়ে যান। কোহলি এই বিজ্ঞাপনের ভিডিওটি টুইট করেন এবং লেখেন, "রাহুল ভাইয়ের এই রূপ আমি আগে কখনও দেখিনি"।
Never seen this side of Rahul bhai 🤯🤣 pic.twitter.com/4W93p0Gk7m
— Virat Kohli (@imVkohli) April 9, 2021