scorecardresearch
 
Advertisement
খেলা

IPL : রশিদকে এমন কথা বললেন বেন কাটিংয়ের বৌ, শুনেই মাথায় হাত!

রশিদ খান
  • 1/6

গত রবিবার ইন্ডিয়ান্স প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ (SRH)। এই ম্যাচে কলকাতা ১০ রান জয়লাভ করে। তবে ম্যাচ শুরুর আগে SRH দলের বোলার রশিদ খান ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিলেন। সেখানেই তিনি বলেন যে এই ম্যাচের জন্য তিনি একেবারে প্রস্তুত।

ইরিন হল্যান্ড
  • 2/6

রশিদ খানের এই পোস্টটি কেকেআর দলের ক্রিকেটার ইরিন হল্যান্ডের নজরে পড়ে। হল্যান্ডে রশিদের এই পোস্টে কমেন্ট করেন। স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কলকাতা নাইট রাইডার্সকেই সাপোর্ট করছেন। তিনি সরাসরি লিখে দেন, কেকেআর এই ম্য়াচটা জিতবে। এর জবাবে রশিদ খান লিখেছিলেন 'না'। যদিও শেষপর্যন্ত কলকাতাই এই ম্যাচে জিতেছিল।

ইরিন হল্যান্ড
  • 3/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বেন কাটিংয়ের স্ত্রী ইরিন হল্যান্ডে একজন প্রখ্যাত টেলিভিশন প্রেজ়েন্টার। পাশাপাশি তিনি বিউটি কুইন, গান করেন, নাচ করেন এবং মডেলিংয়েও সমান দক্ষতা রয়েছে। ২০১৮ সালে আইপিএল চলাকালীন তিনি অ্যাঙ্কারিংও করেছিলেন।

Advertisement
ওয়ার্নার এবং মরগ্যান
  • 4/6

গত রবিবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত একটা পারফরম্যান্স উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রানা ৫৬ বলে ৮০ রান করার পর কার্তিক ৯ বলে ২২ রানের দৌলতে এই দলটা ৬ উইকেটে ১৮৭ রান করেছে। গত দু'বার প্লে-অফে জায়গা করতে না পারলেও রবিবার চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কেকেআর সানরাইজ়ার্স হায়দরাবাদকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে।

সানরাইজ়ার্স হায়দরাবাদ
  • 5/6

চলতি আইপিএল মরশুমটা জয় দিয়ে শুরু করল কেকেআর। কলকাতার হয়ে ধামাকাদার ব্যাটিং করেছিলেন নীতিশ রানা এবং রাহুল ত্রিপাঠী। খারাপ দিন গেল ভুবনেশ্বর কুমারের। যদিও রশিদ খান দলের প্রত্যাশা পূরণ করেছেন। এরপর বেয়ারস্টোর ব্যাটে স্বপ্ন দেখতে শুরু করেছিল নিজাম বাহিনী। কিন্তু, কলকাতার ডিফেন্সিভ বোলিং সেই স্বপ্নের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। বিশেষ করে ডেথ ওভারে আন্দ্রে রাসেল যে বলটা করলেন, সেটা তাঁর ব্যাটিং ব্যর্থতাকে একেবারে ঢেকে দিল।

নীতিশ রানা
  • 6/6

ম্যাচের সেরা হলেন নীতিশ রানা। তিনি বললেন, "ভুবনেশ্বর কুমারের প্রথম বলটা খেলার পরই বুঝতে পেরেছিলাম যে আজকের দিনটাা আমার। কারণ সৌভাগ্যক্রমে বাউন্ডারিটা পেয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা একটাই ছিল যে যদি আমার অঞ্চলের মধ্যে বল থাকে, তাহলে সেটাকে মারার চেষ্টা করব। আমি নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছিলাম এবং বলগুলোকে মারছিলাম। ছোটোবেলা থেকেই আমি স্পিন বোলিং খেলছি। ফলে এমন একটা ইনিংস যে খেলব, সেটাই স্বাভাবিক ছিল।"

আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও তারা জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না, এখন সেটাই দেখার।

Advertisement