scorecardresearch
 
Advertisement
খেলা

IPL-এর এই পাঁচ ক্রিকেটার, হতে পারেন আগামীদিনের তারকা! দেখুন ছবিতে

রাহুল তেওটিয়া
  • 1/10

চলতি IPL মরশুমে যথেষ্ট নজর কেড়েছেন রাজস্থান রয়্যালস দলের অলরাউন্ডার রাহুল তেওটিয়া। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে যেমন বেশ কয়েকবার দলকে বাঁচিয়েছেন, তেমনই বল হাতেও বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ সময়ে শিকার করেছেন গুরুত্বপূর্ণ উইকেট। চলতি আইপিএলে ১৪ ম্যাচে তিনি মোট ৩৫৫ রান করেছেন। এরমধ্যে একটা হাফ সেঞ্চুরি করেছেন। বল হাতেও দশটি উইকেট শিকার করেছেন। সেরা বোলিং ২৫ রানে তিন উইকেট।

রাহুল তেওটিয়া
  • 2/10

কর্নাটকের এই লেগ স্পিনার ২০১৩ সালে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জিতে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে ৩ কোটি টাকা দিয়ে কিনেছিল। এবছর অবশ্য তিনি রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলেছেন। 

দেবদত্ত পাল্লিকাল
  • 3/10

ইনি হলেন দেবদত্ত পাল্লিকাল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ওপেনার হিসাবে ইতিমধ্যেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। কর্নাটকের এই ক্রিকেটার ইতিমধ্যে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। ২০১৮ সালের ২৮ নভেম্বর কর্নাটকের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় পাল্লিকালের। গতবছরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে তিনি যোগ দিয়েছিলেন। আইপিএল ইতিহাসে দেবদত্তই একমাত্র ক্রিকেটার যিনি প্রথম চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন।

Advertisement
দেবদত্ত পাল্লিকাল
  • 4/10

গতবছর লিস্ট-এ ক্রিকেটেও তাঁর অভিষেক হয়। পাশাপাশি তিনি ২০১৯-২০ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে সুযোগ পান। ১১টা ম্যাচে ৬০৯ রান করে সর্বোচ্চ স্কোরারের তকমা পেয়েছিলেন তিনি। এবছর আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে ৪৭২ রান করেছেন। সর্বোচ্চ ৭৪ এবং স্ট্রাইক রেট ১২৬.৫৪। আগামীদিনে দেবদত্তকে ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ঋতুরাজ গায়কোয়াড়
  • 5/10

এবছর আইপিএলে খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু, যেটুকু পেয়েছেন, তাতেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ছ'টা ম্যাচে তিনি ২০৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১২০-র ওপরে। তারমধ্যে আবার তিনটে হাফ সেঞ্চুরি রয়েছে। চলতি আইপিএলে কোরোনার কারণে তিনি প্রথম থেকে খেলতে পারেননি। কিন্তু, পরেরদিকে সেরে উঠেছিলেন।

ঋতুরাজ গায়কোয়াড়
  • 6/10

২০১৬-১৭ মরশুমে মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় ঋতুরাজের। পরের বছর রাজ্যের হয়ে ইন্টার-স্টেট টোয়েন্টি-২০ টুর্নামেন্টেও অংশগ্রহণ করেন তিনি। ওই একই মরশুমে বিজয় হাজারে ট্রফিতেও তাঁকে খেলতে দেখা যায়। এর পরের বছর দেওধর ট্রফিতে ইন্ডিয়া বি'দলে তিনি সুযোগ পান। গতবছর ভারতীয় এ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৭ রানের ইনিংস খেলেন তিনি।

রবি বিষ্ণোই
  • 7/10

আইপিএল ২০২০ থেকে যে সমস্ত নতুন তারকারা উঠে এলেন, তাঁদের মধ্যে অন্যতম রবি বিষ্ণোই। এবছর তিনি কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে খেলেন। ১৪ ম্যাচে ৩৭৬ রান দিয়ে তিনি এক ডজন উইকেট শিকার করেন। সেরা বোলিং পারফরম্যান্স ২৯ রানে তিনটে উইকেট।

Advertisement
রবি বিষ্ণোই
  • 8/10

জন্ম যোধপুরে। অনূর্ধ্ব-১৯ রাজস্থান দলে দু'বার চেষ্টা করেও তিনি সুযোগ পাননি। অবশেষে তাঁর কোচেদের সাহায্যে অনূর্ধ্ব-১৯ রাজস্থান দলে চান্স পান তিনি। ২০১৮ সালে তিনি রাজস্থান রয়্যালস দলে সুযোগ পেয়েছিলেন, তবে নেট বোলার হিসেবে। ২০১৯ সালে কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে কিনে নেয়। এবছর ২০ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর আইপিএল অভিষেক হয়। ঋষভ পান্থকে আউট করে তিনি আইপিএল কেরিয়ারের প্রথম উইকেটটি শিকার করেন।

শাহবাজ নাদিম
  • 9/10

এদের তুলনায় কিছুটা হলেও অভিজ্ঞ শাহবাজ়। কারণ জাতীয় দলে ইতিমধ্যেই তাঁর অভিষেক হয়ে গেছে। চলতি আইপিএলে সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে তিনি চারটে ম্যাচ খেলেছেন। ৮১ রান দিয়ে দুটো উইকেট শিকার করেছেন। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স আট রানে এক উইকেট।

শাহবাজ নাদিম
  • 10/10

বিহারের ছেলে শাহবাজ় আহমেদ। খুব স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডের হয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শাহবাজ়ের।

Advertisement