সানরাইডার্স হায়দরাবাদ দলের পেস বোলার টি নটরাজনের বলে এই কৃতিত্ব অর্জন করেন কায়রন পোলার্ড। এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের বিধ্বংসী ইনিংস নটরাজনের উপর যেন দুর্যোগের কালো মেঘ হয়ে নেমে আসে।
6️⃣6️⃣6️⃣ - Crushing the ball at Sharjah 🔥🔥🔥
— Mumbai Indians (@mipaltan) November 3, 2020
Pollard's 25-ball 41 has given us momentum 👌#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL #SRHvMI @KieronPollard55 pic.twitter.com/Mfy5xQKsCe
মুম্বই ইন্ডিয়ান্স তখন ১৯ ওভারে ব্যাটিং করছিল। আর ব্যাট হাতে ক্রিজ়ে ছিলেন কায়রন পোলার্ড। তিনি নটরাজনকে পরপর তিনটে ছক্কা হাঁকান। এহেন ব্যাটিংয়ের দৌলতেই ম্যাচ আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। আর পোলার্ডের ব্যাট থেকে এই ছক্কার হ্যাট্রিক দেখে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকেরাও আনন্দে নেচে ওঠেন।
6,6,6
— IndianPremierLeague (@IPL) November 3, 2020
Three SIXES on the bounce for @KieronPollard55 💪#Dream11IPL pic.twitter.com/aD1pkVwyCD
যদিও পোলার্ডের এই ইনিংসের (৪১) পরেও মুম্বই ইন্ডিয়ান্স খুব একটা বড় স্কোর খাড়া করতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৯ রান করেন। আর সানরাইজ়ার্স হায়দরাবাদের সামনে ১৫০ রানের লক্ষ্যমাত্রা ছিল।
26 #Dream11IPL sixes - the joint-most this season for Kishan! pic.twitter.com/YJsvg64Dus
— Mumbai Indians (@mipaltan) November 3, 2020
জবাবে হায়দরাবাদ ওয়ার্নার (অপরাজিত ৮৫) এবং ঋদ্ধিমানের (অপরাজিত ৫৮) হাফসেঞ্চুরির দৌলতে ১৭.১ ওভারে ১০ উইকেটে জয়লাভ করে। প্লে-অফে জায়গা করে নেয় হায়দরাবাদ। সেইসঙ্গে কলকাতা নাইট রাইডার্স এবছরের মতো আইপিএলের দৌড় থেকে ছিটকে যায়।
2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2020*
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) November 2, 2020
It's 9th time, MI reaching in Playoffs
Kieron Pollard ~ Only player who is part of all playoff matches for Mumbai Indians#MI pic.twitter.com/Lg1q0BlesC