Advertisement
খেলা

GALLERY: পোলার্ডের 'তুফানী' মেজাজ, দেখালেন ছক্কার ধামাকা!

কায়রন পোলার্ড
  • 1/4

সানরাইডার্স হায়দরাবাদ দলের পেস বোলার টি নটরাজনের বলে এই কৃতিত্ব অর্জন করেন কায়রন পোলার্ড। এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের বিধ্বংসী ইনিংস নটরাজনের উপর যেন দুর্যোগের কালো মেঘ হয়ে নেমে আসে। 

কায়রন পোলার্ড
  • 2/4

মুম্বই ইন্ডিয়ান্স তখন ১৯ ওভারে ব্যাটিং করছিল। আর ব্যাট হাতে ক্রিজ়ে ছিলেন কায়রন পোলার্ড। তিনি নটরাজনকে পরপর তিনটে ছক্কা হাঁকান। এহেন ব্যাটিংয়ের দৌলতেই ম্যাচ আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। আর পোলার্ডের ব্যাট থেকে এই ছক্কার হ্যাট্রিক দেখে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকেরাও আনন্দে নেচে ওঠেন।

কায়রন পোলার্ড
  • 3/4

যদিও পোলার্ডের এই ইনিংসের (৪১) পরেও মুম্বই ইন্ডিয়ান্স খুব একটা বড় স্কোর খাড়া করতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৯ রান করেন। আর সানরাইজ়ার্স হায়দরাবাদের সামনে ১৫০ রানের লক্ষ্যমাত্রা ছিল।

Advertisement
কায়রন পোলার্ড
  • 4/4

জবাবে হায়দরাবাদ ওয়ার্নার (অপরাজিত ৮৫) এবং ঋদ্ধিমানের (অপরাজিত ৫৮) হাফসেঞ্চুরির দৌলতে ১৭.১ ওভারে ১০ উইকেটে জয়লাভ করে। প্লে-অফে জায়গা করে নেয় হায়দরাবাদ। সেইসঙ্গে কলকাতা নাইট রাইডার্স এবছরের মতো আইপিএলের দৌড় থেকে ছিটকে যায়।

Advertisement