scorecardresearch
 
Advertisement
খেলা

VIDEO : অজ়ি ক্রিকেটারের মাথায় লাগল বল, দৌড়ে এলেন মহম্মদ সিরাজ

মহম্মদ সিরাজ
  • 1/6

অস্ট্রেলিয়ার মাটিতে আরও একবার ফিরে এসেছিল ফিল হিউজেসের স্মৃতি। ভারতীয় ব্যাটসম্যানের সপাটে শট সোজা লাগে ওই অজ়ি বোলারের মাথায়। আর সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আসলে সিডনিতে এখন অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলছে ভারতীয় ক্রিকেট দল। তখন বল করছিলেন অজ়ি স্পিডস্টার ক্যামেরন গ্রিন। আর ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন বুমরাহ। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন সিরাজ। বুমরাহের সপাটে মারা শট সোজা এসে লাগে গ্রিনের মাথায়। সঙ্গে সঙ্গে নন স্ট্রাইকার এন্ড থেকে ব্যাট ফেলে দৌড়ে যান সিরাজ।

মহম্মদ সিরাজ
  • 2/6

এই ঘটনার পর আর অনুশীলন ম্যাচে দেখা যায়নি ক্যামেরন গ্রিন। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিরাজের এই স্পোর্টসম্যানশিপকে যথেষ্ট প্রশংসা করেছে। ৯নিউজ় অস্ট্রেলিয়া টুইট করেছে, "খেলা চলাকালীন মাথায় বল লাগার পর ক্যামেরন গ্রিনের প্রতি মহম্মদ সিরাজ যে স্পোর্টসম্যানশিপের নজির দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।"

মহম্মদ সিরাজ
  • 3/6

এবিসি ডট নেট ডট এউ বলেছেন, "নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়েছিলেন মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গে আম্পায়ার জেরার্ড অবুদও ওই বোলারকে দেখতে ছুটে যান। এরপর গ্রিন বুমরাহের পায়ে হাতে রেখে জানান দেন যে উনি সুস্থ রয়েছেন।"

Advertisement
মহম্মদ সিরাজ
  • 4/6

ক্রিকেট ডট কম ডট এউ লিখেছে, "নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা মহম্মদ সিরাজ নিজের ব্যাট ফেলে দৌড় লাগান। দ্রুত তিনি চোটগ্রস্ত বোলারের দিকে ছুটে যান।" এরপর সিরাজের এমন প্রতিক্রিয়ার প্রশংসা গোটা ইন্টারনেট জুড়েই চলতে শুরু করে। 

মহম্মদ সিরাজ
  • 5/6

টুইটারে এক ভারতীয় ক্রিকেট সমর্থক লিখেছেন, "মহম্মদ সিরাজ একটি অসাধারণ কাজ করেছেন। তিনি নিজের রানের চিন্তা করেননি। ব্যাট ফেলে রেখেই তিনি দ্রুত গ্রিনকে দেখার জন্য দৌড়ে যান। আর এর মাধ্যমে উনি সর্বশ্রেষ্ঠ স্পোর্ঠসম্যানশিপের পরিচয় দিলেন।"
 

মহম্মদ সিরাজ
  • 6/6

ভারতীয় ক্রিকেট বোর্ডও একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, বল লাগার পর গ্রিন উবু হয়ে বসে আছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন সিরাজ। তিনি চোট পর্যবেক্ষণ করছেন। বিসিসিআই নিজের টুইটার হ্যান্ডলে লিখেছে, "নন স্ট্রাইকার ব্যাটসম্যান মহম্মদ সিরাজ দ্রুত এসে ক্যামেরন গ্রিনকে দেখলেন। বুমরাহের শট ধরতে গিয়ে চোট পেয়েছেন গ্রিন।"

Advertisement