Mohun Bagan: এবার টার্গেট AFC, প্লে-অফে নামছে মোহনবাগান

আইএসএল (ISL) এবং সুপার কাপ (Super Cup) অতীত, লক্ষ্য এবার এএফসি (AFC)। আর তাকে সামনে রেখেই, এবার ক্লাব প্লে-অফের ম্যাচ। আগামী ৩ মে, হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে সবুজ মেরুন। 

Advertisement
এবার টার্গেট AFC, প্লে-অফে নামছে মোহনবাগানমোহনবাগান দল
হাইলাইটস
  • অনুশীলন শুরু করল মোহনবাগান
  • সুপার কাপের ব্যর্থতা ঢেকে এএফসি কাপের লক্ষ্যে জুয়ান

আইএসএল (ISL) এবং সুপার কাপ (Super Cup) অতীত, লক্ষ্য এবার এএফসি (AFC)। আর তাকে সামনে রেখেই, এবার ক্লাব প্লে-অফের ম্যাচ। আগামী ৩ মে, হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে সবুজ মেরুন। 

প্রসঙ্গত, আইএসএল জয়ের পর গোটা দল আত্মবিশ্বাসে ভরপুর। পুরো টুর্নামেন্টে, লাগাতার ভালো পারফরম্যান্স দেখায় সবুজ মেরুন ব্রিগেড। যদিও সুপার কাপে, গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয় জুয়ান ফেরেন্দোর (Juan Ferrando) ছেলেদের। কিন্তু এএফসি কাপ (AFC Cup) সম্পূর্ণ আলাদা একটি প্রতিযোগিতা। তাই সব ভুলে এই টুর্নামেন্টকেই পাখির চোখ করছে মোহনবাগান। 

আর এবার সেই লক্ষ্যেই অনুশীলনে নেমে পড়ল সবুজ মেরুন ব্রিগেড। সোমবার থেকে, যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করল তাঁরা। অনুশীলনে যোগ দিয়েছেন তিরি (Tiri), দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos), স্লাভকো (Slavko), গ্যালেগো (Gallego), ব্রেন্ডন হ্যামিল (Brendan Hamill) এবং হুগো বুমোস (Hugo Boumous) সহ সব বিদেশিরাই। সেইসঙ্গে, দীপক টাংরি (Deepak Tangri), আশিক কুরনিয়ান (Ashique Kuruniyan), আশিস রাই (Ashish Rai), লিস্টন কোলাসো (Liston Colaco), কিয়ান নাসিরিও (Kiyan Nassiri) অনুশীলনে যোগ দেন। এমনকি জনি কাউকোকেও (Johnny Kauko) দেখা যায় হালকা গা ঘামাতে। অন্যদিকে, তিনকাঠির নিচে বিশাল কেইথ (Vishal Kaith) এবং আর্শ আনোয়ারও (Arsh Anwer Shaikh) জোরকদমে অনুশীলন সারেন। 

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কোচ সেই কুয়াদ্রাত, 'বাংলা.আজতক.ইন' প্রথম জানিয়েছিল

পাসিং, অ্যাটাক এবং ফ্রিকিক সহ সবরকমভাবেই নিজেদের তৈরি করছে বাগান শিবির। হেডস্যার ফেরেন্দোর তক্তাবধানে অনুশীলন সারল গোটা দল। অন্যদিকে, বিয়ে সেরেই ডিউটিতে যোগ দিলেন অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ম্যাচের আগে গোটা দলকেই হাতে পাচ্ছেন কোচ। ফলে, এটি একটি পজিটিভ দিক। 

আরও পড়ুন: 'এবার সিনিয়র টিমের জার্সি গায়ে মোহনবাগানকে হারাতে চাই', বলছেন অধিনায়ক অর্পণ

Advertisement

তবে হায়দরাবাদের মাঝমাঠ এবং অ্যাটাক, এই দুটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সবুজ মেরুনকে। সেইসঙ্গে, আইএসএলের বিভিন্ন ম্যাচে তাঁদের উইঙ্গাররাও নিজেদের প্রমাণ করেছেন। ফলে, এই ম্যাচে কঠিন চ্যালেঞ্জের সামনেই যে মোহনবাগান পড়তে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। 

সবমিলিয়ে এএফসি কাপে যোগ্যতাঅর্জনের লক্ষ্যে, আসন্ন ক্লাব প্লে-অফকে পাখির চোখ করছে মোহনবাগান। অন্যদিকে, এই ম্যাচটি নিরপেক্ষ জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে। কেরলের (Kerala) কোঝিকোড়ে, ইএমএস স্টেডিয়ামে (E.M.S Stadium) মুখোমুখি হতে চলেছে দুই দল। 

প্রতিবেদক: শুভঙ্কর দাস

POST A COMMENT
Advertisement