ক্রুণালের পর শ্রীলঙ্কায় Covid পজিটিভ আরও দুই ভারতীয় ক্রিকেটার

ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ ইতিমধ্যেই শেষ। টি২০ ক্রিকেট সিরিজে জয় পেয়েছে শ্রীলঙ্কা, অন্যদিকে, একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত। তবে এরই মাঝে করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন একাধিক ক্রিকেটার।

Advertisement
ক্রুণালের পর শ্রীলঙ্কায় Covid পজিটিভ আরও দুই ভারতীয় ক্রিকেটারকরোনা আক্রান্ত যুজবেন্দ্র চাহাল। ফাইল ছবি।
হাইলাইটস
  • কোভিড পজিটিভ ভারতীয় লেগ স্পিনার
  • কোভিড পজিটিভ ভারতের কৃষ্ণাপ্পা গৌতম
  • শ্রীলঙ্কা সফর শেষে কোভিড পজিটিভ ভারতের আরও দুই

ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ ইতিমধ্যেই শেষ। টি২০ ক্রিকেট সিরিজে জয় পেয়েছে শ্রীলঙ্কা, অন্যদিকে, একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত। তবে এরই মাঝে করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন একাধিক ক্রিকেটার। করোনা পজিটিভ হয়ে শেষ দুই টি২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। তাঁর আসে-পাশে থাকা ক্রিকেটারদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

একই সঙ্গে ভারত-শ্রীলঙ্কা সফরে টি২০ ম্যাচ পিছিয়ে যায়। দ্বিতীয় টি২০ করোনা আক্রান্তদের কারণে পিছিয়ে গিয়েছিল। তবে এবার করোনা আক্রান্ত হলেন আরও ভারতের দুই ক্রিকেটার রয়েছেন। এক সিনিয়র ক্রিকেটার ও এক জুনিয়র ক্রিকেটার করোনা আক্রান্ত।

সিনিয়র লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল এবং স্পিন-বোলিং অলরাউন্ডার ভারতের নয়া ক্রিকেটার কে গৌতম উভয়েই শ্রীলঙ্কা সফরে শেষ হতেই কোভিড -১৯-এর হয়ে ইতিবাচক পরীক্ষা করেছেন। দুজন আটজন খেলোয়াড়ের দলের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের আগে অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়ার অবিলম্বে পরিচিতি হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যারা ২৬ জুলাই ইতিবাচক পরীক্ষা করেছিলেন।

চাহাল ও গৌতম, ক্রুণালের সাথে আপাতত কলম্বোতে থাকবেন। আর অন্য ছয় খেলোয়াড় - ক্রুনালের ভাই হার্দিক, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, মণীশ পান্ডে, দীপক চাহার এবং ঈশাণ কিশান-র জন্য রওনা হওয়ার কথা রয়েছে। আজ পরে ভারত। দিনের বাকি দিনেই ভারতে ভ্রমণকারী অন্যান্য দল ভারতে ফিরে আসবে।

শ্রীলঙ্কা সরকারের নির্দেশিকা অনুসারে, যে কেউ ভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করছে তাকে অন্তত দশ দিনের জন্য বিচ্ছিন্ন করতে হবে এবং তারপরে দেশ থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য নতুন পর্যায়ের পরীক্ষাগুলি পরিষ্কার করতে হবে। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ পরিচিতি হিসাবে চিহ্নিতদের অবশ্যই সাত দিনের জন্য বিচ্ছিন্ন থাকতে হবে এবং তারপরে নির্ধারিত পরীক্ষাগুলি করতে হবে ও নেগেটিভ আসতে হবে। ভারত ও টেস্ট দলের সাথে যোগ দেওয়ার জন্য শ্রীলঙ্কা সফরের পরপরই ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা শ ও যাদবের জুটির ক্ষেত্রে এই করোনা বাধা তৈরি করেছে তাঁদের জন্য।

Advertisement

এবার মোট তিন ক্রিকেটার, ক্রুণাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম করোনা আক্রান্ত শ্রীলঙ্কাতে ভারতীয় দলের।

 

POST A COMMENT
Advertisement