কোপা আমেরিকার ফাইনালে ইতিমধ্যেই উঠে গিয়েছে তিতের দল ব্রাজিল। কোপার দ্বিতীয় সেমিফাইনালে বুধবার সকালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছেন লিওনেল মেসিরাও। এবার ব্রাজিল বনাম আর্জেন্টিনা দ্বৈরথ হতে চলেছে কোপা আমেরিকার ঐতিহ্যশীল ফুটবল টুর্নামেন্টে। মুখোমুখি হবে আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসির দল তাঁর বিরুদ্ধে খেলবেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র।
ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হলে ফের একবার ঐতিহাসিক লড়াই হতে চলেছে কোপা আমেরিকার মঞ্চে। ১০৭ বছরের পুরনো এই লড়াই। যেমন বিশ্ব ফুটবলে মেসি রোনাল্ডো দ্বৈরথ ঠিক তেমনই আর্জেন্টিনা ও ব্রাজিলের এই লড়াই অন্যতম একটি আকর্ষণের জায়গা ফুটবল প্রেমীদের জন্য। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয় ভারতের ফুটবল অনরাগীরা এই দুই দলের লড়াই সামিল হন। অসংখ্য ফুটবল অনুরাগীরা এই ম্যাচের জন্য মুখিয়ে থাকেন। এই লড়াই শুরু হয়েছিল ১৯১৪ সালে ২০ সেপ্টেম্বর। সেখান থেকে ফুটবলের এই জনপ্রিয় দ্বৈরথ এখনও পর্যন্ত চলে আসছে বিশ্ব দরবারে।
যেমন ডার্বি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার, যেমন ডার্বি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের, যেমন ক্রিকেটের ডার্বি ভারত ও পাকিস্তানের ঠিক তেমনই বিশ্ব ফুটবল, দক্ষিণ আমেরিকান ফুটবল ও বাঙালির মনে এটি অন্যতম একটি ডার্বি এই ম্যাচ। আর সেই অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।
এই ম্যাচ নিয়ে যা যা জানা দরকার
কোথায় ও কখন দেখা যাবে এই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ?
ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা হতে চলেছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। রবিবার ভোর বেলা এই ম্যাচ অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা ফাইনাল হিসাবে। ভারতীয় সময় আইএসটিতে সকাল ৫.৩০টায় শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচ দেখানো হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে সোনি টেন ২-এইচডি ও এসডিতেও। সোনি লিভেও দেখা যাবে সরাসরি সম্প্রচার Sonyliv.com
আর্জেন্টিনার গোটা দল-
গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি, গাস্টিন মাচেসিন, এমিলিয়ানো মার্টিনেজ, জুয়ান মুসো।
ডিফেন্ডার- লুকাস মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিফিকো, গোনজালো মনটেল, জার্মান পেজেলা, মার্কোস কুনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্ড্রো মার্টিনেজ, নুয়েল মলিনা।
মিডফিল্ডার- লিনার্ডো পারেদেস, রডরিগো ডি পল, অ্যাঞ্জেল ডি মারিয়া, পালাকিয়োস, নিকোলাস ডমিনগেজ, গিডো রডরিগেজ, গিয়োভানি।
ফরওয়ার্ড- সার্জিও অ্যাগুয়ারো, লিওনেল মেসি, কোরিয়া, অ্যাঞ্জেল কোরিয়া, লাওটারো মার্টিনেজ, আলেজান্দ্রো গোমেজ, জুলিয়ান অ্যালভার্জ।
হেড কোচ- লিওনেল স্ক্যালোনি।
ব্রাজিলের গোটা দল-
গোলরক্ষক- অ্যালিসন বেকার, উইভারটন, এডেরসন
ডিফেন্ডার- ড্যানিলো, থিয়াগো সিলভা, মার্কিনহোস, অ্যালেক্স সান্ড্রো, ইমারসন, ইডের মিল্টাও, রেনান লোডি, ফিলিপ
মিডফিল্ডার- ক্যাসেমিরো, ফ্রেড, এভারটন রিভেরো, ফ্যাবিনো, লুকাস পাকয়েটা, ডগলাস লুইস।
ফরওয়ার্ড- রিচার্লিসন, গ্যাব্রিয়াল জিসাস, নেইমার, ভিনিকাস জুনিয়র, এভারটন, রবার্টো ফিরমিনো, গ্যাব্রিয়াল বার্বোসা।
হেড কোচ- তিতে।