scorecardresearch
 

Asia Cup 2023: পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ? বৈঠকে বসছেন জয় শাহ

আইপিএল-এর (IPL 2023) পরেই ঠিক হবে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023) কোথায় অনুষ্ঠিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) সভাপতি জয় শাহ (Jay Shah) নিজেই জানিয়েছেন, এই বৈঠকের ব্যাপারে। তবে সেই বৈঠকে থাকবে না পাকিস্তানই (Pakistan)।

Advertisement
জয় শাহ জয় শাহ

আইপিএল-এর (IPL 2023) পরেই ঠিক হবে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023) কোথায় অনুষ্ঠিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) সভাপতি জয় শাহ (Jay Shah) নিজেই জানিয়েছেন, এই বৈঠকের ব্যাপারে। তবে সেই বৈঠকে থাকবে না পাকিস্তানই (Pakistan)।

 
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহ বলেন, ‘আমরা আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছি। এখনও পর্যন্ত এশিয়া কাপ কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। আইপিএল ফাইনাল ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট কর্তাদের। ফাইনালের পর আমরা আলোচনা করে ঠিক করে নেব এশিয়া কাপ কোথায় হবে।‘ এখনও অবধি সরকারিভাবে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে সেখানে খেলতে যাবে না ভারতীয় দল। এমনটা আগেই জানিয়েছিলেন জয়। নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে মরিয়া পাকিস্তান। তারা চায়, অন্য কোনও দেশে খেলা হোক। 

আরও পড়ুন:৫ রানে ৫ উইকেট, MI-এর হয়ে প্লে অফে একাধিক রেকর্ড মাধওয়ালের

এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ইতিমধ্যেই হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেট্টি। তাঁর মতে, ভারত চাইলে অন্য দেশে খেলুক। কিন্তু বাকি সমস্ত ম্যাচ পাকিস্তানেই হোক। এই বিষয়ে যদিও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 
বিসিসিআই চায়, পাকিস্তান নয়, শ্রীলঙ্কা অথবা দুবাইতে অনুষ্ঠিত হোক এশিয়া কাপ। প্রাথমিক ভাবে বিসিসিআই চেয়েছিল বাংলাদেশ বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক এশিয়া কাপ। সেই প্রস্তাবে শুরুতে রাজিও হয়ে গিয়েছিল দুই বোর্ড। তবে পরে তারা পিছু হটে। হঠাৎ করেই দুই দেশের বোর্ড জানিয়ে দেয়, তাঁরা পাকিস্তানের পাশেই থাকছে।

আরও পড়ুন: 'ও সুযোগ পেলে...' WTC ফাইনালে ঋদ্ধির বাদ পড়া নিয়ে মুখ খুললেন সৌরভ
 

সংবাদ সংস্থা পিটিআইকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক কর্তা বলেছেন, ‘কাউন্সিলের সভাপতি আইপিএলের পরে একটি বৈঠক ডেকেছেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিরপেক্ষ দেশে খেলতে সমস্যা নেই পাকিস্তানের। কিন্তু তারা চাইছে দুবাইয়ে খেলা হোক। তা হলে আয়োজক দেশ হিসাবে বেশি আর্থিক লাভ হবে তাদের।’ এই দাবি নিয়ে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কিছুই জানায়নি।
    

Advertisement

Advertisement