আইএসএল-এ (ISL) দারুণ ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United FC) বিরুদ্ধেও জয় পেয়ে লিগ টেবিলের দুই নম্বরে উঠে এসেছে জুয়ান ফেরান্দোর দল। তবুও দলে কিছু পরিবর্তন দরকার বলে মনে করছে সবুজ-মেরুন শিবির। মূলত দলের ডিফেন্স নিয়ে এখনও খুশি হতে পারছেন না এটিকে মোহনবাগান কোচ। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের এক ফুটবলারের দিকেও নজর রয়েছে তাঁর। অন্যদিকে, একের পর এক হারের মধ্যেই সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। জয়ের রাস্তায় ফিরতে মরিয়া ইস্টবেঙ্গলে বেশকিছু পরিবর্তন হতে পারে।
ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডারকে দলে নিতে পারে এটিকে মোহনবাগান
ইস্টবেঙ্গলের হয়ে ভাল ছন্দে থাকা লালচুংনুঙ্গাকে না কি দলে নিতে চায় এটিকে মোহনবাগান। এমন গুঞ্জন ময়দানে শোনা গেলেও, এটিকে মোহনবাগান কর্তারা এই ব্যাপারে মুখ খোলেননি। ইস্টবেঙ্গলের ডিফেন্ডার মোহনবাগানে আসতেই পারেন। তবে, লালচুংনুঙ্গা আসলে শ্রীনিধি ডেকান এফসি-র ফুটবলার। সেখান থেকে লোনে লাল-হলুদ ক্লাবে এসেছেন তিনি। এবার এটিকে মোহনবাগানে সই করতে হলে, শ্রীনিধির সঙ্গে কথা বলতে হবে এটিকে মোহনবাগানকে।
আরও পড়ুন: অভিনেত্রীর সঙ্গে পরকীয়াতেই শোয়েবের ডিভোর্স জল্পনা, কে ইনি?
এটিকে মোহনবাগান কাকে ছাড়তে পারে?
মরশুমের শুরুতে ফ্রান্সের বিখ্যাত ফুটবলার পল পোগবার (Paul Pogba) ভাই ফ্লোরেন্টিন পোগবাকে (Florentin Pogba) দলে এনে চমক দিলেও, এখনও পর্যন্ত ভাল কিছু করে দেখাতে পারেননি এই বিদেশি ফুটবলার। তাঁর জায়গায় স্ট্রাইকার নিয়ে আসতে পারে এটিকে মোহনবাগান। ফ্লোরেন্টিন ডিফেন্ডার হলেও তাঁর জায়গায় স্ট্রাইকার নিয়ে আসতে চাইলে সমস্যা হয়ে যেতে পারে দলে। এমনটাই মত, বেশ কয়েকজন সবুজ-মেরুন সমর্থকের। তবে তা হবে না। কারণ, এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি রয়েছে টিরির। তিনি চোট সারিয়ে খেলার মত জায়গায় আছেন কি না তা জেনেই পদক্ষেপ নেবেন এটিকে মোহনবাগান কর্তারা।
আরও পড়ুন: জার্মান দলে ফিরলেন গোৎজে, বিশ্বকাপে ইংল্যান্ড-পর্তুগালের টিম কেমন?
ইস্টবেঙ্গল দলেও পরিবর্তন হতে পারে
তিন বিদেশি ফুটবলারকে ছাঁটাই করতে পারে ইস্টবেঙ্গল। চোট সারাতে না পারলে বাদ যেতে পারেন ব্রাজিলিয়ান ফুটবলার অ্যালেক্স লিমা। ইলিয়ান্দ্রোকেও বাদ দিতে পারে লাল-হলুদ ক্লাব। তাঁর জায়গায় কোনও ভাল মানের স্ট্রাইকার নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল। বাদ পড়তে পারেন, ডিফেন্ডার ইভান গঞ্জালেজও। স্টপার হিসেবে এফসি গোয়ার হয়ে দারুণ খেললেও ইস্টবেঙ্গলে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। সেই জন্যই বাদ পড়তে হতে পারে তাঁকে।