scorecardresearch
 

Pritam Kotal: ইমামি ইস্টবেঙ্গলকে ফেরালেন প্রীতম কোটাল, খেলবেন এই দলের জার্সিতে

গত মরশুমে দলের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছিলেন প্রীতম। কোচ ফেরান্দো তাই তাঁকে ক্যাপ্টেনের আর্মব্যান্ড দেন। তাই ভাবনায় তিনি থাকবেন তা অনুমান করা গিয়েছিল। তবে এই চুক্তি নবীকরণে কিছুটা সময় লাগায় রটে গিয়েছিল, ইমামি ইস্টবেঙ্গলে নাকি আসতে পারেন প্রীতম। তবে তা যে সত্যি নয় তার প্রমাণ মিলল শুক্রবার।

Advertisement
প্রীতম কোটাল প্রীতম কোটাল
হাইলাইটস
  • এটিকে মোহনবাগানেই থাকছেন প্রীতম
  • প্রনয়কেও রেখে দেওয়ার ভাবনা

প্রীতম কোটালের (Pritam Kotal) সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুক্রবার সবুজ মেরুনের পক্ষ থেকে বাঙালি ডিফেন্ডারকে দলে রাখার এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। মোহনবাগান দিবসের দিনে অনুশীলনে নেমেছিল এটিকে মোহনবাগান। শুক্রবার সকালে প্রীতমকে দেখা যায় সেই অনুশীলনে। তখন থেকেই বোঝা গিয়েছিল এই মরশুমেও এটিকে মোহনবাগানেই থাকছেন তিনি। বেলা গড়াইতেই চত্রটা পরিস্কার হয়। এটিকে মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সবুজ-মেরুনেই থাকছেন প্রীতম।

চুক্তি নবীকরনের পরে প্রীতম বলেন,“সবুজ মেরুন জার্সি পরার আবেগটা একেবারে অন্যরকম। নতুন মরশুমে আমাদের এএফসি কাপে খেলবে। এশীয় পর্যায়ে নিজেদের সেরা প্রমাণ করার সুযোগ রয়েছে সেখানে। এএফসি কাপের সেমিফাইনাল জেতার জন্য আমাদের ঝাপাতে হবে। এই মরশুমে আমাদের দল আরও শক্তিশালী। ভালো তিনজন নতুন বিদেশিকে দল সই করিয়েছে। যা দল হয়েছে তাতে আমি মনে করি এশীয় পর্যায়ে ভালো ফল করা সম্ভব। আমাদের লক্ষ্য গত মরশুমে আমরা যে টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন হতে পারিনি তার জন্য ঝাপানো।” 

এটিকে মোহনবাগানের অনুশীলন
এটিকে মোহনবাগানের অনুশীলন

আরও পড়ুন: চন্দ্রবিন্দুর গান-প্রীতি ম্যাচ, মোহনবাগান দিবসে এলাহি আয়োজন, কী কী চমক?

গত মরশুমে দলের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছিলেন প্রীতম। কোচ ফেরান্দো তাই তাঁকে ক্যাপ্টেনের আর্মব্যান্ড দেন। তাই ভাবনায় তিনি থাকবেন তা অনুমান করা গিয়েছিল। তবে এই চুক্তি নবীকরণে কিছুটা সময় লাগায় রটে গিয়েছিল, ইমামি ইস্টবেঙ্গলে নাকি আসতে পারেন প্রীতম। তবে তা যে সত্যি নয় তার প্রমাণ মিলল শুক্রবার।

আরও পড়ুন: সন্দেশকে ছাড়ল ATK মোহনবাগান, এবার কোথায়?
 
প্রীতমের মতোই সবুজে মেরুনে থেকে যাচ্ছেন প্রণয় হালদারও। শোনা গিয়েছিল প্রীতমের মতোই প্রণয় হালদারকেও নাকি তুলে নিতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। তবে তিনিও থেকে যাচ্ছেন এটিকে মোহনবাগানেই। তাঁকেও এদিনের অনুশীলনে দেখা গিয়েছে। প্রীতমের মত কিছুদিনের মধ্যেই প্রণয়ের এটিকে মোহনবাগানে থাকার কথা সরকারীভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। জুয়ান ফেরান্দোর দলে নিয়মিত সুযোগ নাও পেতে পারেন প্রণয়। আর সেই জন্যই না কি এটিকে মোহনবাগান ছাড়তে চাইছেন তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে এই বাঙালি ফুটবলারকে নাকি দলে নিতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। তবে তা হচ্ছে না। ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। তবে তার আগে রয়েছে ডুরান্ড কাপ। ১৬ আগস্ট ডুরাণ্ড কাপের ডার্বি। একই গ্রুপে থাকায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচও খেলতে হবে এটিকে মোহনবাগানকে। তবে শোনা যাচ্ছে এই ম্যাচ পেছাতে আবেদন করেছে ইমামি ইস্টবেঙ্গল। 

Advertisement

 

Advertisement