বিশাল কাইতের (Vishal Kaith) সেভের ওপর ভর করেই আইএসএল-এর (ISL) ফাইনালে উঠে যায় মোহনবাগান (ATK Mohun Bagan)। হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে টাইব্রেকারে জয় পায় এটিকে মোহনবাগান। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও গোল করতে পারেনি কোনও দলই। ফলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমের দিকে। সেখানেও গোল না হওয়ায়, টাইব্রেকারে চলে যায় ম্যাচ। সেখানেই দারুণ সেভ করে দলকে জেতান বিশাল। কীভাবে টাইব্রেকারে শট বাঁচালেন তিনি? ম্যাচের পর সে বিষয়েই মুখ খুললেন বিশাল।
কীভাবে একের পর এক শট সেভ করেন বিশাল?
টাইব্রেকারে নিম দর্জি তামাং-এর শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সেভ করেন বিশাল। এরপর বার্থোলোমিউ ওগবেচের (Bartholomew Ogbeche) শট সেভ করতে না পারলেও বল বারে লেগে বাইরে চলে যায়। ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন মোহনবাগান গোলরক্ষক। যদিও রোহিত দানুর শট বাঁচাতে পারেননি তিনি। রেগান সিং-এর পেনাল্টি কিক বিশালের হাতে লাগলেও গোলের মধ্যে চলে যায়। এ ক্ষেত্রেও ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন বিশাল। তবুও শেষরক্ষা হয়নি। কীভাবে সঠিক দিকে ঝাঁপিয়ে গোল বাঁচালেন বিশাল? ম্যাচের পর তিনি বলেন, 'টাইব্রেকারের আগে গোলকিপার কোচের সঙ্গে কথা হয়েছিল। তিনিই আমাকে জানান হায়দরাবাদের কোন ফুটবলার কোন দিকে শট মারেন। সেই অনুযায়ী আমি সেভ করেছি।'
আরও পড়ুন: ATK Mohun Bagan: ফাইনালে মোহনবাগান; প্রতিপক্ষ সেই বেঙ্গালুরু, ফিরবে ২০১৫ সালের স্মৃতি?
ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন বিশাল
এই বছর গোল্ডেন গ্লাভস পেয়েছেন এটিকে মোহনবাগানের তারকা গোলরক্ষক। ভারতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে যদিও এখনই কিছু বলতে নারাজ বিশাল। পাশাপাশি যুবভারতীতে ম্যাচ দেখতে আসা ৩৪,০০০ দর্শককে ধন্যবাদ জানান বিশাল। তিনি বলেন, 'ধন্যবাদ সমস্ত ফ্যানকে আমাদের এভাবে সমর্থন করার জন্য। গোটা দলকে ধন্যবাদ ভাল খেলার জন্য। বিশ্ব ফুটবলে তাঁর আদর্শ কে? বিশালের বক্তব্য, 'ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডেরসনকেই আদর্শ বলে মানি। ভারতীয় ফুটবলে আমার আদর্শ গুরপ্রীত সিং সান্ধু।'
আরও পড়ুন: ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাডভান্টেজ মোহনবাগান, চিন্তা দুই ফুটবলারের চোট
পরিবার থেকেও যথেষ্ট সাহায্য পেয়েছেন মোহনবাগান গোলরক্ষক। মাঠে ভুল হলেই তা ধরিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা। দলের কোচ তো ছিলেনই। তার পাশপাশি পরিবারের সদস্যদের থেকেও পরামর্শ পাচ্ছেন বিশাল। লিগে ২-৩টি ম্যাচে খারাপ খেলে হারতে হলেও, প্লে অফের লড়াই শুরু হতেই দারুণ ছন্দে সবুজ-মেরুন। এর কারণ জানাতে গিয়ে বিশাল বলেন, 'এটা গোটা দলের কৃতিত্ব। আমার একার কিছু নয়।' দলকেই তাই নিজের সাফল্য উৎসর্গ করেছেন সবুজ-মেরুন গোলরক্ষক।