scorecardresearch
 

ATK Mohun Bagan: একের পর এক ফুটবলারের চোট, গোয়ার বিরুদ্ধে সমস্যায় মোহনবাগান

বেশ সমস্যায় পড়ে গিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) থেকে ফুটবলার সকলেই বেশ চিন্তিত। একের পর এক ফুটবলারকে চোট পেয়ে বসতে হয়েছে। প্রণয় হালদারকে (Pronay Haldar) পাশে বসিয়ে জুয়ান ফেরান্দোর সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও তাই আত্মবিশ্বাসের জায়গায় শুধুই অসহায়তা। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে এটিকে মোহনবাগানের চোটের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

Advertisement
কিয়ান ও প্রীতম (ছবি-এটিকে মোহনবাগান) কিয়ান ও প্রীতম (ছবি-এটিকে মোহনবাগান)
হাইলাইটস
  • চোট সমস্যায় জেরবার মোহনবাগান
  • কাল এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ

বেশ সমস্যায় পড়ে গিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) থেকে ফুটবলার সকলেই বেশ চিন্তিত। একের পর এক ফুটবলারকে চোট পেয়ে বসতে হয়েছে। প্রণয় হালদারকে (Pronay Haldar) পাশে বসিয়ে জুয়ান ফেরান্দোর সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও তাই আত্মবিশ্বাসের জায়গায় শুধুই অসহায়তা। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে এটিকে মোহনবাগানের চোটের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

কাদের চোট রয়েছে?
আশিষ রাই,দীপক টাংরি শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন। তাদের চোট এতটাই গুরুতর যে এফসি গোয়ার বিরুদ্ধে দু'জনেই খেলার মত জায়গায় নেই। হুগো বুমোস আজকের অনুশীলনে যোগ দিলেও তাঁর খেলার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। যা দেখে এটিকে মোহনবাগান বলছেন,“খেলার দিন সকালে কাদের পাওয়া যাবে তা দেখে দল তৈরি করব। চোট আঘাত সমস্যা আমার দলে বড় সমস্যা। যা সামলানোর রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে।” 

আরও পড়ুন: আড়াই কোটি টাকার লাক্সারি গাড়ি, রোনাল্ডোকে ক্রিসমাস গিফট গার্লফ্রেন্ডের

২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে দল। বছরের শেষ ম্যাচের পারফরম্যান্স ঠিক করে দেবে এটিকে মোহনবাগান প্রথম চারে থাকতে পারবে কি না। সবুজ মেরুনের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। তার জেরেই এফসি গোয়ার বিরুদ্ধে যে মধুর প্রতিশোধ নেওয়া যাবে তাও জোর দিয়ে বলার জায়গা নেই। জুয়ান বলেন, ''দলের ওপর আমার বিশ্বাস আছে।  প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে তৈরি।  বছরের শেষ দিনে প্রথম চারে থাকার ব্যাপারে অবশ্যই আশাবাদী। চোট আঘাত সমস্যাটা এতটাই বড় যে প্র্যাকটিস করানোর মত কুড়িটা ফুটবলার আমার হাতে থাকছে না।  তবে এই সমস্যা ফুটবলে স্বাভাবিক ঘটনা। এই নিয়েই চলতে হয়। আমি ফুটবলারদের ভুলগুলো দেখিয়েছি। শুধরে দেওয়ার পথও বলেছি।  আমাদের প্রতিপক্ষ আইএসএলের অন্যতম সেরা।তাদের বিরুদ্ধে সাফল্য পাওয়ার ব্যাপারে আমি অবশ্যই আশাবাদী এবং বছরটা প্রথম চারে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী।''

Advertisement

আরও পড়ুন: গোলের অভাব, তবু বিদেশি মিডফিল্ডারকেই সই করাতে পারে মোহনবাগান, কেন?

সম্ভবত মাঝমাঠের ফাঁক ফোকর ঢাকতে ডাগ আউট থেকে প্রনয় হালদারকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে জুয়ান ফেরান্দোর। মরশুমে প্রথমবার হয়তো শুরু থেকে খেলবেন বাঙালি মিডফিল্ডার। ৭৯ টি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন প্রণয় বলছেন কোচের দেখানো পথেই তারা ফের জয়ের পথে ফিরবেন।

Advertisement