scorecardresearch
 

Mohun Bagan Club: মোহনবাগান ক্রিকেটারদের জার্সিতে LSG-র লোগো, বিতর্কে ক্লাব

জার্সি নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২০ মরশুমে রয় কৃষ্ণদের অ্যাওয়ে জার্সি নিয়েও বিতর্ক হয়েছিল। এটিকের অ্যাওয়ে জার্সি পরেই দুটি ম্যাচ খেলেছিল এটিকে মোহনবাগান। এই বিতর্কের মুখেও আসরে নামতে হয় সবুজ-মেরুন কর্তাদের। সমর্থকদের সম্মিলিত ক্ষোভের মুখে পরে এরপর যদিও পিছু হটতে হয় এটিকে মোহনবাগানকে।  

Advertisement
LSG-র জার্সি আর মোহনবাগানের জার্সি LSG-র জার্সি আর মোহনবাগানের জার্সি
হাইলাইটস
  • ফের মোহনবাগানে জার্সি বিতর্ক
  • KL Rahul দের জার্সির লোগো মোহনবাগান ক্রিকেটারদের জার্সিতে

মোহনবাগানে (Mohun Bagan) ফের জার্সি বিতর্ক৷ এবার বিতর্কের কারণ, মোহনবাগানের ক্রিকেট জার্সিতে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) লোগো নিয়ে। ঘটনা চক্রে সঞ্জীব গোয়েঙ্কা যেমন লখনউ সুপার জায়েন্টসের মালিক ঠিক তেমনি তিনি আবার এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টরও। সেই কারণেই কি দুই দলের জার্সি এক? আসলে গত মরশুম থেকেই জয়জিৎ বসুরা এই জার্সি পরে খেলছেন। তবুও বিতর্ক থামছে না। অনেকেই মনে করছেন ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা হয়ত ফুটবলের পাশাপাশি ক্রিকেটের রাইটসও নিয়ে নিয়েছেন। আর সেই জন্যই তিনি নিজের ফ্র্যাঞ্চেইজি টিমের জার্সি মোহনবাগান ক্রিকেট দলকে পরাচ্ছেন।

তবে জার্সি নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২০ মরশুমে রয় কৃষ্ণদের অ্যাওয়ে জার্সি নিয়েও বিতর্ক হয়েছিল। এটিকের অ্যাওয়ে জার্সি পরেই দুটি ম্যাচ খেলেছিল এটিকে মোহনবাগান। এই বিতর্কের মুখেও আসরে নামতে হয় সবুজ-মেরুন কর্তাদের। সমর্থকদের সম্মিলিত ক্ষোভের মুখে পরে এরপর যদিও পিছু হটতে হয় এটিকে মোহনবাগানকে।  

এ বারই আইপিএল-এ (IPL) অংশ নিয়েছে লখনউ। তাদের জার্সির আদলের সঙ্গে মিলে যাচ্ছে কেএল রাহুলদের (KL Rahul) জার্সি। এই ছবি দেখার পরেই শুরু হয়েছে বিতর্ক৷ ফের জোরাল হচ্ছে 'রিমুভ এটিকে' দাবি। বুধবার যুবভারতীতে এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচে আই লিগের চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি-র (Gokulam Kerala FC) বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। সেই ম্যাচে প্রতিবাদ জানাতে হাজির থাকবেন সবুজ-মেরুন সমর্থকরা। 

আরও পড়ুন: চোট না অপমানিত হয়ে ছাড়লেন CSK? মুখ খুললেন জাডেজা

ক্রিকেট সচিব হিসেবে নির্বাচিত হলেও এখনও দায়িত্ব হাতে নেননি মহেশ টিকরেওয়াল। প্রাক্তন ক্রিকেট সচিব সম্রাট ভৌমিকই আপাতত কাজ চালাচ্ছেন। সোমবার সকালে মোহনবাগানের অফিসিয়াল ফেসবুক পেজে সম্রাট বলেন, "হ্যাঁ বিতর্ক হয়েছে। কিন্তু আমি বলতে চাই, যে দলের (লখনউ সুপার জায়েন্টসের) জার্সির সঙ্গে আমাদের জার্সির মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেই দলের জার্সি কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে। আমাদের ময়দানে ক্রিকেট শুরু হয় ডিসেম্বর মাসে। এটা এখন মে মাস। গত ছয় মাসে, আমাদের দলের কেউ এই জার্সিটা পরেনি। গতকাল ভুলবশত যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সে ভুল বশত পরেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। তবে আমার মনে হয়, এটা কাকতালীয়। তবে পুরো দায়টা আমি নিচ্ছি।''

Advertisement

Advertisement