scorecardresearch
 

ATK Mohun Bagan: স্ট্র্যাটেজি জানেন ৫ জন, প্রবীর-রয় কৃষ্ণদের রুখতে কী প্ল্যান মোহনবাগানের?

আগামিকাল আইএসএল ফাইনাল (ISL Final)। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (ATK Mohun Bagan vs Bengaluru FC)। সুনীলদের টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড কি এবার ভাঙবে? শনিবার রাতের মহারণের জন‍্য প্রস্তুত দুটি দল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফাইনালে প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। গোয়ার মাঠে সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা পাবেন বলে মনে করছেন জুয়ান। 

Advertisement
রয় কৃষ্ণ, প্রীতম কোটাল ও প্রবীর দাস রয় কৃষ্ণ, প্রীতম কোটাল ও প্রবীর দাস
হাইলাইটস
  • শনিবার আইএসএল ফাইনাল
  • ছক কষছে দুই দল

আগামিকাল আইএসএল ফাইনাল (ISL Final)। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (ATK Mohun Bagan vs Bengaluru FC)। সুনীলদের টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড কি এবার ভাঙবে? শনিবার রাতের মহারণের জন‍্য প্রস্তুত দুটি দল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফাইনালে প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। গোয়ার মাঠে সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা পাবেন বলে মনে করছেন জুয়ান। 

বেঙ্গালুরু দলে পাঁচ প্রাক্তন সবুজ-মেরুন ফুটবলার থাকলেও তা নিয়ে বিশেষ গুরুত্ব দিতে নারাজ জুয়ান। রয় কৃষ্ণা (Roy Krishna), প্রবীর দাস (Prabir Das), সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) এবং জাভি হার্নান্দেজ (Javi Hernandez)। এর আগে মোহনবাগানে খেলেছেন। দীর্ঘদিন দলের সঙ্গে থাকায় উভয়পক্ষই জানে তাদের সুবিধা এবং অসুবিধা। অন্যদিকে নিজেদের পুরনো দলের বিরুদ্ধে ভাল ফুটবল খেলতে মরিয়া হবেন প্রবীররা। যদিও এসব নিয়ে ভাবতেই নারাজ জুয়ান। মোহনবাগান কোচ বলেন," ওরা ভাল ফুটবলার। তবে দুই দলেই ১১ জন ফুটবলার। তাই আমি আলাদা করে চার-পাঁচ জন ফুটবলার নিয়ে আলাদা করে ভাবছি না। আমার দল কেমন খেলছে সেটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। " 

আরও পড়ুন: ISL জিততেই হবে! প্রীতমদের কীভাবে তাতাচ্ছে মোহনবাগান?

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে কী পরিকল্পনা নিয়ে মাঠে নামবে দল? জুয়ান বলেন," বেঙ্গালুরু এফসি ভালো দল, শক্তিশালী দল। বিশেষ করে গত কয়েকটি ম্যাচে তাদের পারফরম‍্যান্স খুব ভালো। আমাদের সেরাটা দিতে হবে। শুরুতেই গোল চাই। আবার টাইব্রেকার শুটও হতে পারে এবং আমরা তার জন্য প্রস্তুত। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আইএসএল ট্রফি জেতা।' 

আরও পড়ুন: সৌজন্যের নয়া নজির, ইস্টবেঙ্গলের যমুনাকে ফাইনালে আমন্ত্রণ মোহনবাগান কর্তার

Advertisement

চোট সারিয়ে দলে ফিরেছেন আশিক কুরুনিয়ান। এতে দলের শক্তি বাড়লেও, প্রথম একাদশে তাঁকে সুযোগ দেওয়ার ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না ফেরান্দো। এই নিয়ে তিনি বলেন,"আমরা আমাদের শেষ অনুশীলনের পরে চূড়ান্ত লাইন আপের বিষয়ে সিদ্ধান্ত নেব। আশিক ফাইনালে খেলতে পারবে কিনা আমরা শেষ ট্রেনিং সেশনে দেখার পর বুঝতে পারবো।"

Advertisement