scorecardresearch
 

ATK Mohun Bagan vs Bengaluru FC ISL Final: সৌজন্যের নয়া নজির, ইস্টবেঙ্গলের যমুনাকে ফাইনালে আমন্ত্রণ মোহনবাগান কর্তার

গোয়ায় আইএসএল ফাইনাল (ISL Final) দেখতে আমন্ত্রণ জানানো হল যমুনা দাসকে। এটিকে মোহনবাগান কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) আমন্ত্রণ জানিয়েছেন ময়দানের লজেন্স মাসিকে। যুবভারতীতে মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ থাকলেও ছুটে যান ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক যমুনা। দল যেই হোক, ফুটবলার-কর্মকর্তাদের সকলেই ভালোবাসেন যমুনাকে।

Advertisement
ফাইনাল দেখতে যাচ্ছেন যমুনা ফাইনাল দেখতে যাচ্ছেন যমুনা
হাইলাইটস
  • শনিবার ফাইনাল দেখতে গোয়া যাচ্ছেন যমুনা
  • লজেন্স মাসিকে আমন্ত্রণ সঞ্জীব গোয়েঙ্কার

গোয়ায় আইএসএল ফাইনাল (ISL Final) দেখতে আমন্ত্রণ জানানো হল যমুনা দাসকে। এটিকে মোহনবাগান কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) আমন্ত্রণ জানিয়েছেন ময়দানের লজেন্স মাসিকে। যুবভারতীতে মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ থাকলেও ছুটে যান ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক যমুনা। দল যেই হোক, ফুটবলার-কর্মকর্তাদের সকলেই ভালোবাসেন যমুনাকে। ম্যাচ শেষে দল হারুক বা জিতুক ফুটবলারদের হাতে দুয়েক প্যাকেট লজেন্স গুঁজে দিতে না পারলে ভালো লাগে না তাঁর। ফুটবলার-কর্মকর্তারাও ছুটে আসেন তাঁকে দেখতে পেলে। আসলে লজেন্স তো শুধু নয়, একমুঠো ভালোবাসাও ছড়িয়ে দেন ময়দানের লজেন্স মাসি।

শনিবারই গোয়া উড়ে যাচ্ছেন যমুনা
শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আইএসএল ফাইনালে খেলতে নামবে এটিকে মোহনবাগান। সেই ম্যাচ দেখতে শনিবার সকালে গোয়া উড়ে যাচ্ছেন যমুনা। বিমানের টিকিট, গোয়ায় থাকা খাওয়া সমস্ত খরচ বহন করবেন সঞ্জীব গোয়েঙ্কা। লাল-হলুদ সমর্থকের জন্য এটিকে মোহনবাগান কর্তার এমন সৌজন্য মন কেড়েছে ফুটবল প্রেমীদের।

আরও পড়ুন: ফাইনালে দক্ষিণাত্যের দলকে হারাতে দক্ষিণের দেবতার শরণে মোহনবাগান কর্তা সঞ্জীব
গোয়া চলে এসেছেন জনি কাউকো

শনিবারের ম্যাচে মোহনবাগানকে সমর্থন করতে ফিনল্যান্ড থেকে গোয়া এসে গিয়েছেন জনি কাউকো। এই মরশুমে চোট পেয়ে দেশে ফিরে যেতে হয়েছিল ইউরো কাপে ফিনল্যান্ডের হয়ে খেলা তারকা ফুটবলার। তাঁর দেশে ফিরে যাওয়ার ঘটনায় বেশ সমস্যায় পড়তে হয়েছিল সবুজ-মেরুন শিবিরকে। হুগো বুমোস দলকে কিছুটা সাহায্য করলেও মাঝে মধ্যেই হোঁচট খেতে হয়েছে তাদের। যদিও শেষ দুই ম্যাচ জিতে তিন নম্বরে থেকে লিগ পর্যায়ের খেলা শেষ করে মোহনবাগান।

আরও পড়ুন: মোহনবাগান ম্যাচে রেকর্ড দর্শক, 'রিমুভ ATK' আন্দোলনের কী হল?


দারুণ ছন্দে মোহনবাগান
কেরল ব্লাস্টার্স বিরুদ্ধে জেতার পর সহজেই ডার্বি জেতে মোহনবাগান। প্লে অফের ম্যাচে ওড়িশা এফসিকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে সবুজ-মেরুন। জুয়ান ফেরান্দোর ছেলেদের বিরুদ্ধে দারুণ লড়াই করলেও জয় হাসিল করতে পারেনি হায়দরাবাদ এফসি। প্রথম লেগের পাশাপাশি দ্বিতীয় লেগেও গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয় লেগের ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও ম্যাচের নিস্পত্তি হয়নি। টাইব্রেকারে জয় পায় মোহনবাগান। অন্যদিকে, বেঙ্গালুরুও টাইব্রেকারে লিগ শিল্ড জেতা মুম্বই সিটি এফসিকে হারিয়ে ফাইনালে ওঠে।

Advertisement

গত বছর পুজোর আগে সুনীল ছেত্রীদের আমন্ত্রণে বেঙ্গালুরু দলের সঙ্গে লাঞ্চ সেরেছিলেন যমুনা। কাছে টেনে নিয়েছিলেন সন্দেশ ঝিঙ্গন, গুরপ্রীত সিং সান্ধুদের। বেশ খানিকক্ষণ আড্ডা মেরেছিলেন দলের ফুটবলারদের সঙ্গে। আর এবার সৌজন্যের আরও এক নজির গড়ল মোহনবাগান।

Advertisement