হিরো ইন্ডিয়ান সুপার লিগের (India super League) ফাইনালে জমজমাট আয়োজন। শনিবার এই ম্যাচে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি (ATK Mohun Bagan vs Bengaluru FC)। পারিবারিক কার্নিভাল (Carnival) আয়োজন করা হচ্ছে। ১৮ মার্চ ফাতোরদা, গোয়াতে হবে এই ম্যাচ। তার আগে ফ্যানদের জন্য সুখবর নিয়ে এসেছে এফএসডিএল। প্রচুর সবুজ-মেরুন সমর্থক এই ম্যাচ দেখতে গোয়া যাবেন। আবার বেঙ্গালুরু এফসি-র ও অনেক সমর্থক আসবেন সুনীল ছেত্রীদের জয় দেখতে।
দেশের অন্যতম সেরা ডিজে – ডিজে চেটাস, ফাইনাল ম্যাচের আগে স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি। তাঁর সুপারহিট বলিউড ম্যাশ-আপগুলি সারা বিশ্বের সঙ্গীত অনুরাগীদের মুগ্ধ করেছে। গোয়ার স্থানীয় ব্যান্ডগুলিও এই অনুষ্ঠানে পারফর্ম করবে যা স্টেডিয়ামে ভক্তদের জন্য একটি স্থানীয় স্বাদ নিয়ে আসবে।
আরও পড়ুন: ISL চ্যাম্পিয়ন হলে কত কোটি টাকা পাবে মোহনবাগান? রানার্স হলেও মালামাল
টিকিটের দাম কত?
১০০ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। ১৫০ টাকার টিকিটেও পাওয়া যাবে সুবিধা। রয়েছে ৩০০ টাকার টিকিটও। মোহনবাগান সমর্থকরা নর্থ লোয়ার টায়ার, নর্থ আপার টায়ার, ওয়েস্ট লোয়ার এ ও ওয়েস্ট আপার এ-তে বসতে পারবেন। ইস্ট লোয়ার এ ও ইস্ট আপার এ স্ট্যান্ডেও বসতে পারবেন সবুজ-মেরুন সমর্থকরা।
কী কী বিনোদনের সুযোগ থাকছে?
ফাইনালের ভেনুতে থাকবে ফুটবল-বিনোদনের ভরপুর সুযোগ। একটি ফিফা মোবাইল স্টল থাকবে স্টেডিয়ামে, যেখানে ফুটবলপ্রেমীরা বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমসে অংশ নিয়ে একঝাঁক পুরস্কার জেতার সুযোগ পাবেন। ‘হ্যামলিজ’ এর তরফ থেকেও রাখা হবে একটি গোম জোন, যেখানে দুই জনপ্রিয় চরিত্র হ্যামলি ও হ্যাটি খুদেদের সঙ্গে হাসি-মজা-খুনসুটিতে মেতে উঠবে। বাচ্চাদের জন্য সেখানে থাকবে বাউন্সি ক্যাসল, বাবল আর্টিস্ট, জাগলার্স, বেলুন শুটিংয়ের মতো নানা রকম গেমস।
আরও পড়ুন: ফাইনালে উঠেই নিজের দলেরই বিদেশি কোচকে খোঁচা মোহনবাগানের সঞ্জয়ের? জল্পনা
শুধু গেমস, হইহুল্লোড়, আনন্দই নয়, থাকবে স্থানীয় ও দেশের নানা প্রান্তের সুস্বাদু খাবারের সম্ভারও। ফুটবলের আনন্দে মন ভরানোর পাশাপাশি সুস্বাদু খাবারে পেট ভরানোর সব রকম ব্যবস্থাও রাখা হচ্ছে এই কার্নিভালে। ম্যাচ শুরু হবে ৭.৩০-এ। কিন্তু কার্নিভাল শুরু হয়ে যাবে বিকেল চারটে থেকে। যা চলবে সন্ধে ৬.৩০ পর্যন্ত। ৭.১৫ পর্যন্ত চলবে ডিজে চেতাজ, এ২৬-এর লাইভ পারফরম্যান্স।
মজার কার্নিভালটি অনুরাগীদের জন্য বিকেল ৪টে থেকে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে এবং ডিজে চেতাস স্টেডিয়ামের ভিতরে ৭.১৫ পর্যন্ত লাইভ পারফরম্যান্স করবেন। হিরো আইএসএল ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। ভক্তরা BookMyShow- থেকে ফাইনাল এক্সট্রাভ্যাঞ্জার জন্য তাদের টিকিট বুক করতে পারেন।