আবার ফাইনালে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। প্রতিপক্ষ সেই বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যদিও মঞ্চটা অনেকটাই আলাদা। ২০১৫-১৬ মরশুমে আই লিগের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বেঙ্গালুরু। সেই ম্যাচে অন্তত ড্র করতে পারলে চ্যাম্পিয়ন হত মোহনবাগান। অন্যদিকে জিততেই হত সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে মোহনবাগান। ফলে লিগ জেতে তারা। দীর্ঘদিন পর লিগ জেতায় বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠেন ফুটবলার ও সমর্থকরা। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে (ISL Final) বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান।
বিদেশি কোচদের নিয়ে মন্তব্য সঞ্জয়ের
ম্যাচের শুরুতে এগিয়ে যায় বেঙ্গালুরু ৪১ মিনিটে জন জনসনের গোলে এগিয়ে গিয়েছিল তারা। সেখান থেকে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠেন মোহনবাগান ফুটবলাররা। ৮৭ মিনিটে বেলো রাজ্জাক হেডে গোল করে মোহনবাগানকে আই লিগ এনে দেন। সেই সময় দলের ডাগ আউটে ছিলেন সঞ্জয় সেন। আবারও ফাইনাল ম্যাচে মুখোমুখি দুই দল। bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, 'এটা অনেক পুরনো কথা। এখন ভেবে লাভ নেই। দল পরিবর্তন হয়েছে। দুই দলেই এখন নতুন ফুটবলার। ফলে তুলনা করার জায়গা নেই।' সবুজ-মেরুনের স্ট্র্যাটেজি কী হতে পারে এই ম্যাচে? মোহনবাগানের হটসিটে এখন বিদেশি কোচ জুয়ান ফেরান্দো। মোহনবাগান দলের সহকারী কোচের ভূমিকায় সঞ্জয়। তবুও খোঁচা দিতে ছাড়লেন না সঞ্জয়। তিনি বলেন, 'বিদেশি কোচের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি বলতে পারব না।'
আরও পড়ুন: হায়দরাবাদের 'সিক্রেট' জেনে ফেলেছিলেন বাগানের হিরো বিশাল?
বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতা সহজ হবে না
মোহনবাগানের খেলা যে মনে ধরেনি সঞ্জয়ের তাও জানালেন এ দিন। মোহনবাগানের আই লিগ জয়ী কোচ বলেন, 'প্রচুর দর্শক এসেছিলেন, আরও অনেক মানুষ টিভিতে এই ম্যাচ দেখেছেন। সকলেই বুঝতে পেরেছেন মোহনবাগান ভাল ফুটবল খেলেনি। এটা পরিষ্কার। এখানে নতুন করে কিছু বলার নেই।' বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটা যে সহজ হবে না তাও জানিয়ে প্রীতম-বুমোসদের সতর্ক করেছেন সঞ্জয়।
আরও পড়ুন: ATK Mohun Bagan: ফাইনালে মোহনবাগান; প্রতিপক্ষ সেই বেঙ্গালুরু, ফিরবে ২০১৫ সালের স্মৃতি?
মোহনবাগানের সহকারী কোচ বলেন, 'বেঙ্গালুরু ম্যাচটা একেবারেই সহজ হবে না। যে ভাবে ওরা এবার খেলছে তাতে এক ইঞ্চিও জমি ছাড়বে না সুনীলরা। একটা সময় মনে করা হচ্ছিল, বেঙ্গালুরু হয়ত প্লে অফেই পৌঁছতে পারবে না। এই সময়ই একের পর এক ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। সেমিফাইনালে দারুণ খেলেছে দলটা। দ্বিতীয় লেগে বিশেষ করে।' যদিও মোহনবাগানের জন্য সমস্ত ফুটবলপ্রেমীর সমর্থন চেয়েছেন সঞ্জয়। তিনি বলেন, 'মোহনবাগান জিতুক এটাই সকলে চাইবে। আমিও চাইবো সবাই সমর্থন করুন দল-মত নির্বিশেষে। আমিও তো ক্লাবের অংশ। আমিও চাই জিতুক।'