scorecardresearch
 

Asif Ali: মাঠের মধ্যে 'অসভ্য আচরণ', টুইটারে ট্রেন্ডিং 'ব্যান আসিফ'

টুইট করে শনিফ লিখেছেন, 'এটা সর্বোচ্চ পর্যায়ের মুর্খামি। আসিফকে প্রতিযোগিতার বাকি অংশ থেকে নির্বাসিত করে দেওয়া উচিত। উইকেট পেলে আনন্দ করাটাই স্বাভাবিক কিন্তু তার প্রতিক্রিয়ায় আসিফ যা করেছে তা মেনে নেওয়া যায় না।'

Advertisement
ঘুষি চালালেন আসিফ ঘুষি চালালেন আসিফ
হাইলাইটস
  • পাকিস্তানের কাছে এক উইকেটে হেরে যায় আফগানিস্তান
  • এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

মাঠের মধ্যে অসভ্যতা। এবার পাকিস্তানের ক্রিকেটার আফিফ আলিকে (Ban Asif Ali)  ব্যান করার দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়। আফগানিস্তানের সমর্থকরা তো বটেই, এমনকি অন্যান্য দেশের সমর্থকরাও পাক ক্রিকেটারের নির্বাসনের দাবি জানিয়েছেন। অনেকেই যদিও আসিফের পাশে দাঁড়িয়েছেন। তবে সমর্থকরা নয়, আসিফকে নির্বাসিত করার দাবি জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (Afghanistan Cricket Board) প্রাক্তন সিইও শফিক স্তানিকজাইও।

টুইট করে শনিফ লিখেছেন, 'এটা সর্বোচ্চ পর্যায়ের মুর্খামি। আসিফকে প্রতিযোগিতার বাকি অংশ থেকে নির্বাসিত করে দেওয়া উচিত। উইকেট পেলে আনন্দ করাটাই স্বাভাবিক কিন্তু তার প্রতিক্রিয়ায় আসিফ যা করেছে তা মেনে নেওয়া যায় না।'

আরও পড়ুন: 'প্রিয় অভিনেত্রী' প্রীতির সঙ্গে ছবি তুলে ট্রোলড পাক ফাস্ট বোলার, কেন?

কী ঘটেছল?
১৯তম ওভারে আসিফ ফরিদের বলে একটি ছক্কা মারেন। পরের বল শর্ট করেন ফরিদ। সেই বলও মারতে যান আসিফ। তবে ব্যাটে-বলে সংযোগ ভাল না হওয়ায় শর্ট ফাইন লেগে করিম জানাতের হাতে ক্যাচ দিয়ে আউট হন আসিফ। এরপরেই হঠাৎ মেজাজ হারান পাক অলরাউন্ডার। তাঁর সামনে সেলিব্রেট করতে থাকে ফরিদকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন ক্ষুদ্ধ আসিফ। এরপরেই মারের ভঙ্গিতে ব্যাট উঁচিয়ে শাসাতে দেখা যায় তাঁকে। যদিও আম্পায়ারের হস্তক্ষেপে গোটা বিষয়টা আপাতত মিটে যায়।

আরও পড়ুন: আউট হতেই আফগান বোলারের দিকে ব্যাট নিয়ে তেড়ে গেলেন পাক ক্রিকেটার, VIDEO

ক্ষুব্ধ শোয়েব আখতার

ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। সেখানে প্রতিযোগিতা অবশ্যই থাকবে কিন্তু এ ভাবে একে অপরের দিকে তেড়ে যাওয়ার দৃশ্য বিশ্ব ক্রিকেটে বিরল। আফগানিস্তান দলের উদ্দেশ্যে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, ''তোমারা ক্রিকেট খেলতে এসেছ, সেটা খেলো। খেলার জন্য আবেগ থাকাটা স্বাভাবিক। কিন্তু অসভ্যতা কখনোই ঠিক নয়। এই জন্যই ঈশ্বর তোমাদের শাস্তি দিয়েছে। একজন পাঠান ছক্কা মেরে তোমাদের ম্যাচ হারিয়ে দিল।'' 

তবে এখানেই এই ঝামেলা শেষ হয়নি। ম্যাচের পরে পাকিস্তান সমর্থকদের বেধড়ক পেটাতে দেখা যায় আফগান সমর্থকদের। শারজাহ স্টেডিয়ামের চেয়ার ভেঙে ফেলেন তাঁরা। আর সেই ভাঙা চেয়ার দিয়ে পাক সমর্থকদের মারতে থাকেন তাঁরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।   
    

    

Advertisement